ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ছিনতাই ও চুরি বৃদ্ধি

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৬৭ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ছিনতাই ও চুরি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ওঠেছে। জানা গেছে গত ১২ অক্টোবর মধুমতি কোম্পানি লিঃ এর মালিক মোহাম্মদ আলী মালামাল বিক্রি করে বাড়ি ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদন্ত বাজারের নুরুল মিয়ার ওয়ার্কসপের নিকট আসলে ১০/১৫ জনের ছিনতাইকারী দল তার পথ রোধ করে ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে নরজান গ্রামের আব্দুল আলিমের ছেলে শরিফ উদ্দিনসহ অজ্ঞাতনামা আটঘরিয়া থানায় অভিযোগ দাখিল করেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভূক্তভোগীরা জানান ছিনুতাইকারীদের সিসিটিভি ক্যামেরা ফুটুজে দেখা গেছে।
উল্লেখ্য একদন্ত বাজারের পাশে চৌকিবাড়ি মোস্তফা বিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ১টি সাবমারসিবল, শ্মশান ঘাটের ১টি, জয়া কোম্পানি লিঃ পাটখড়ি কারখানার ট্রান্সফরমার, একদন্ত হিন্দু পাড়া সুপারি চুরি, মজনু মেম্বরের কলা চুরিসহ একদন্ত বাজারের আশে পাশে মাদক ব্যবসা জমজমাট হয়ে ওঠছে। এলাকাবাসী প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ছিনতাই ও চুরি বৃদ্ধি

আপডেট সময় : ০৬:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ছিনতাই ও চুরি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ওঠেছে। জানা গেছে গত ১২ অক্টোবর মধুমতি কোম্পানি লিঃ এর মালিক মোহাম্মদ আলী মালামাল বিক্রি করে বাড়ি ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদন্ত বাজারের নুরুল মিয়ার ওয়ার্কসপের নিকট আসলে ১০/১৫ জনের ছিনতাইকারী দল তার পথ রোধ করে ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে নরজান গ্রামের আব্দুল আলিমের ছেলে শরিফ উদ্দিনসহ অজ্ঞাতনামা আটঘরিয়া থানায় অভিযোগ দাখিল করেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভূক্তভোগীরা জানান ছিনুতাইকারীদের সিসিটিভি ক্যামেরা ফুটুজে দেখা গেছে।
উল্লেখ্য একদন্ত বাজারের পাশে চৌকিবাড়ি মোস্তফা বিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ১টি সাবমারসিবল, শ্মশান ঘাটের ১টি, জয়া কোম্পানি লিঃ পাটখড়ি কারখানার ট্রান্সফরমার, একদন্ত হিন্দু পাড়া সুপারি চুরি, মজনু মেম্বরের কলা চুরিসহ একদন্ত বাজারের আশে পাশে মাদক ব্যবসা জমজমাট হয়ে ওঠছে। এলাকাবাসী প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।