ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যায় তিন আসামি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৪৪ বার পঠিত

ঈশ্বরদীর রূপপুরে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দিয়ার বাঘইল হতে সজিব ওরফে ক্যাপ্টেন সজিবকে (২৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সজিব পাকশী পানির ট্যাংকি এলাকার আবুল কাশেম ঘরামির পুত্র। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে পাকশী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপুকে (২৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের বাসিন্দা। পাবনা র‌্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর দিপুকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা নিশ্চিত করেছে। এরআগে ১৯ নভেম্বর গভীর রাতে হাজেরা বেগমকে (৬০) পুলিশ আটক করে। হাজেরা বেগম পাকশী ইউনিয়ন যুবলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনি ওরফে হাতকাটা টুনটুনির নানী বলে পুলিশ জানিয়েছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যার ঘটনায় গত ১৯ নভেম্বর ১২ জনকে নামীয় এবং আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত মানিকের বাবা ইউনুস আলী।
প্রসংগত: গত ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে পাকশীর রূপপুর এলাকায় ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপরে লোকজন। একদল দুর্বৃত্ত প্রথমে ধাওয়া করে। প্রাণভয়ে মানিক দৌড়ে রূপপুর মোড় সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। বালুর ব্যবসা ও রাজনৈতিক দ্ব›দ্ব, যুবলীগ কর্মী টুনটুনির হাতকাটা ও তাঁর ভাই তাফসির আহমেদ মনা হত্যাকান্ডের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়ন যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও ২০২৩ সালের ১৭ জুন লক্ষীকুন্ডা এমপির মোড়ে টুনটুনির ছোট ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক। হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক জামিনে ছাড়া পেয়ে রবিবার (১৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। পরদিন সোমবার সকালে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার ও স্থানীয় সূত্র।

ট্যাগস :

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যায় তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ঈশ্বরদীর রূপপুরে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দিয়ার বাঘইল হতে সজিব ওরফে ক্যাপ্টেন সজিবকে (২৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সজিব পাকশী পানির ট্যাংকি এলাকার আবুল কাশেম ঘরামির পুত্র। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে পাকশী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপুকে (২৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের বাসিন্দা। পাবনা র‌্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর দিপুকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা নিশ্চিত করেছে। এরআগে ১৯ নভেম্বর গভীর রাতে হাজেরা বেগমকে (৬০) পুলিশ আটক করে। হাজেরা বেগম পাকশী ইউনিয়ন যুবলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনি ওরফে হাতকাটা টুনটুনির নানী বলে পুলিশ জানিয়েছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যার ঘটনায় গত ১৯ নভেম্বর ১২ জনকে নামীয় এবং আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত মানিকের বাবা ইউনুস আলী।
প্রসংগত: গত ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে পাকশীর রূপপুর এলাকায় ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপরে লোকজন। একদল দুর্বৃত্ত প্রথমে ধাওয়া করে। প্রাণভয়ে মানিক দৌড়ে রূপপুর মোড় সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। বালুর ব্যবসা ও রাজনৈতিক দ্ব›দ্ব, যুবলীগ কর্মী টুনটুনির হাতকাটা ও তাঁর ভাই তাফসির আহমেদ মনা হত্যাকান্ডের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়ন যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও ২০২৩ সালের ১৭ জুন লক্ষীকুন্ডা এমপির মোড়ে টুনটুনির ছোট ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক। হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক জামিনে ছাড়া পেয়ে রবিবার (১৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। পরদিন সোমবার সকালে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার ও স্থানীয় সূত্র।