ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগ এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৬৪ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি,দুঃশাসন ও লুটপাটের অভিযোগ এনে তার পদত্যাগ ও বিচারের দাবি জানিয়েছেন হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে রবিবার (১৮ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকার ছাত্র-জনতা ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৩ দিন চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ,জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় চরম বিড়ম্বনায় পড়েছেন ইউনিয়নবাসী। তারা অযোগ্য,দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।
রবিবার সকাল থেকেই হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে ওই ইউনিয়নের শত শত মানুষ সমবেত হয়ে চেয়ারম্যানের অপসারণ দাবি করে শ্লোগান দিতে থাকেন। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। এতে সেবাগ্রহীতা স্থানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
এদিকে একইদিন সকালে উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলমের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছেন এলাকার ছাত্র-জনতা।

ট্যাগস :

চাটমোহরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগ এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি,দুঃশাসন ও লুটপাটের অভিযোগ এনে তার পদত্যাগ ও বিচারের দাবি জানিয়েছেন হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে রবিবার (১৮ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকার ছাত্র-জনতা ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৩ দিন চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ,জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় চরম বিড়ম্বনায় পড়েছেন ইউনিয়নবাসী। তারা অযোগ্য,দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।
রবিবার সকাল থেকেই হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে ওই ইউনিয়নের শত শত মানুষ সমবেত হয়ে চেয়ারম্যানের অপসারণ দাবি করে শ্লোগান দিতে থাকেন। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। এতে সেবাগ্রহীতা স্থানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
এদিকে একইদিন সকালে উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলমের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছেন এলাকার ছাত্র-জনতা।