ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরের একান্ত রবীন্দ্রপাঠের বর্ষা উৎসব

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৯৪ বার পঠিত

বাঙালীর কাছে অতি প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষার প্রকৃতির অপরুপ রুপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো কখনো ছাইরাঙা,কখনো সাদা মেঘের ভেলা মন কেড়ে নেয়। অবারিত মাঠ সেজে ওঠে। বিল-বাওর,নদী-নালা ভরে ওঠে থৈ থৈ পানিতে। মাঝিরা নাও ভাসায়,জেলেরা জেগে ওঠে। থেমে থেমে ঝরে বৃষ্টি। শাপলা,পদ্মা,কদম আরও কত ফুলে ভরে ওঠে জনপদ। সেই জনপদেরই অংশ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে সবুজে ঘেরা ‘একান্তে’ বসেছিলো রবীন্দ্রপাঠের বর্ষা উৎসব। গত শনিবার (১৩ জুলাই) সন্ধ্যার এই অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলী থেকে পাঠ করেন রবীন্দ্র গবেষক আব্দুর রশিদ। এরপর কবি গুরুর বর্ষার গানের মূর্ছনা ছড়ায় ওস্তাদ সঙ্গীত শিল্পী শংকর বিশ^াস,এস এম মাসুদ রানা ও লিটন শেখ। রবীন্দ্রনাথ ও জীবনানন্দদাশের কবিতা থেকে আবৃত্তি করেন আলমগীর মোহাম্মদ,মিলন রব ও দীপন শাহরিয়ার। স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ করেন শাহীন মনোয়ার। অনুষ্ঠানে নবীন ও প্রবীন কবি,শিল্পী ও সুধিজনের উপস্থিতি ছিলো।

ট্যাগস :

চাটমোহরের একান্ত রবীন্দ্রপাঠের বর্ষা উৎসব

আপডেট সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

বাঙালীর কাছে অতি প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষার প্রকৃতির অপরুপ রুপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো কখনো ছাইরাঙা,কখনো সাদা মেঘের ভেলা মন কেড়ে নেয়। অবারিত মাঠ সেজে ওঠে। বিল-বাওর,নদী-নালা ভরে ওঠে থৈ থৈ পানিতে। মাঝিরা নাও ভাসায়,জেলেরা জেগে ওঠে। থেমে থেমে ঝরে বৃষ্টি। শাপলা,পদ্মা,কদম আরও কত ফুলে ভরে ওঠে জনপদ। সেই জনপদেরই অংশ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে সবুজে ঘেরা ‘একান্তে’ বসেছিলো রবীন্দ্রপাঠের বর্ষা উৎসব। গত শনিবার (১৩ জুলাই) সন্ধ্যার এই অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলী থেকে পাঠ করেন রবীন্দ্র গবেষক আব্দুর রশিদ। এরপর কবি গুরুর বর্ষার গানের মূর্ছনা ছড়ায় ওস্তাদ সঙ্গীত শিল্পী শংকর বিশ^াস,এস এম মাসুদ রানা ও লিটন শেখ। রবীন্দ্রনাথ ও জীবনানন্দদাশের কবিতা থেকে আবৃত্তি করেন আলমগীর মোহাম্মদ,মিলন রব ও দীপন শাহরিয়ার। স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ করেন শাহীন মনোয়ার। অনুষ্ঠানে নবীন ও প্রবীন কবি,শিল্পী ও সুধিজনের উপস্থিতি ছিলো।