ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরের চিরইল বিলের ফসলি জমিতে অবৈধভাবে আবারো পুকুর খননের পাঁয়তারা

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২০০ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল বিলের দুই ফসলি জমিতে অবৈধভাবে আবারো পুকুর খননের পাঁয়তারা চলছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এই বিলে ইতোপূর্বে একাধিক প্রভাবশালী ব্যক্তি নিয়ম কানুনের কোন তোয়াক্কা না করে পুকুর খনন করেছে। আবারো পুকুর খননের আয়োজন চলছে। ইতোমধ্যে মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের মোজাম্মেল প্রাং মোজা তার জমিতে পুকুর খননের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে একাধিক এস্কভেটর (ভেকু মেশিন) বিলের নিয়ে আসা হয়েছে। বিষয়টি জানার পর বিলের অন্যান্য জমির মালিকরা বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাদের অভিযোগ মোজাম্মেল যদি পুকুর খনন করে,তাহলে আশপাশের শতাধিক বিঘা ফসলি জমি জলাবদ্ধতার শিকার হবে এবং অনাবাদি হয়ে পড়বে। পানির অভাবে অপর অংশের জমি শুকিয়ে যাবে। ফসল উৎপাদন ব্যাহত হবে। চিরইল বিলের জমির মালিক ও এলাকাবাসী বিলে অবৈধভাবে পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা রোববার (১৪ জানুয়ারি) পাবনা জেলা প্রশাসক,চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দাখিল করেছেন।
চিরইল বিলের জমির মালিক মঞ্জুরুল ইসলাম,ময়দান আলী,রকিবুল করিম,শাহাদত হোসেনসহ অন্যরা জানান,ইতোপূর্বে বিলে প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করেছে। এবারও পুকুর খননের পাঁয়তারা শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে আবেদন করেছি পুকুর খনন বন্ধের জন্য।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান,একটি অভিযোগ এসেছে। যদি দুই ফসলি জমিই হয়,তাহলে সেখানে পুকুর খনন করা ঠিক হবেনা। অনুমোদন তে লাগবেই।

ট্যাগস :

চাটমোহরের চিরইল বিলের ফসলি জমিতে অবৈধভাবে আবারো পুকুর খননের পাঁয়তারা

আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল বিলের দুই ফসলি জমিতে অবৈধভাবে আবারো পুকুর খননের পাঁয়তারা চলছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এই বিলে ইতোপূর্বে একাধিক প্রভাবশালী ব্যক্তি নিয়ম কানুনের কোন তোয়াক্কা না করে পুকুর খনন করেছে। আবারো পুকুর খননের আয়োজন চলছে। ইতোমধ্যে মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের মোজাম্মেল প্রাং মোজা তার জমিতে পুকুর খননের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে একাধিক এস্কভেটর (ভেকু মেশিন) বিলের নিয়ে আসা হয়েছে। বিষয়টি জানার পর বিলের অন্যান্য জমির মালিকরা বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাদের অভিযোগ মোজাম্মেল যদি পুকুর খনন করে,তাহলে আশপাশের শতাধিক বিঘা ফসলি জমি জলাবদ্ধতার শিকার হবে এবং অনাবাদি হয়ে পড়বে। পানির অভাবে অপর অংশের জমি শুকিয়ে যাবে। ফসল উৎপাদন ব্যাহত হবে। চিরইল বিলের জমির মালিক ও এলাকাবাসী বিলে অবৈধভাবে পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা রোববার (১৪ জানুয়ারি) পাবনা জেলা প্রশাসক,চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দাখিল করেছেন।
চিরইল বিলের জমির মালিক মঞ্জুরুল ইসলাম,ময়দান আলী,রকিবুল করিম,শাহাদত হোসেনসহ অন্যরা জানান,ইতোপূর্বে বিলে প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করেছে। এবারও পুকুর খননের পাঁয়তারা শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে আবেদন করেছি পুকুর খনন বন্ধের জন্য।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান,একটি অভিযোগ এসেছে। যদি দুই ফসলি জমিই হয়,তাহলে সেখানে পুকুর খনন করা ঠিক হবেনা। অনুমোদন তে লাগবেই।