ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরের বাঙ্গালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৬৮ বার পঠিত

Z

পাবনার চাটমোহর উপজেলার বাঙ্গালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত,সীমানা প্রাচীর নির্মাণ না করে অর্থ আত্মসাতসহ স্কুলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে স্কুলের সদ্য বিদায়ী সভাপতি ও প্রধান শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে স্কুলের প্রি টেস্ট পরীক্ষা ও ক্লাস বর্জন করে সকল ছাত্র-ছাত্রী বিক্ষোভ শুরু করে। তারা সভাপতি বজলুল রহমান,প্রধান শিক্ষক মোঃ তোরাব আলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে।
স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান,শিমুল,জুবায়ের,পাপিয়া খাতুন,রিফাত,রুমিসহ অন্যরা জানায়,স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অতি সম্প্রতি কয়েকজনকে নিয়োগ দিয়ে ৪০ লাখ টাকার বানিজ্য করেছেন। স্কুলের সীমানা প্রাচীর নির্মানের জন্য টাকা বরাদ্দ হলেও প্রাচীর নির্মাণ না করে টাকা আত্মসাত করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে,তাদের স্কুলের পানীয় জলের ব্যবস্থা নেই,কমন রুম নেই। শ্রেণী কক্ষে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ নেই। তারা আরো জানায়,শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না,তারা ইচ্ছেমতো স্কুলে আসেন আর যান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা এসকল সমস্যার সমাধান দাবি করে সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার দাবি করেছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ তোরাব আলীর সাথে কথা বললে,তিনি বলেন সভাপতি ও ম্যানেজিং কমিটির নির্দেশনা মোতাবেক আমি এসব করেছি। এক পর্যায়ে দ্রুত মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে অনেকবার কথা বলার চেষ্টা করা হলে প্রধান শিক্ষক ফোন রিসিভ করেননি।
স্কুলের সদ্য বিদায়ী সভাপতি মোঃ বজলুর রহমান মোবাইল ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন,ভাই এটা রং নম্বর।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মোঃ রেদুয়ানুুল হালিম বলেন,একটা পরিস্থিতিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলেন পরীক্ষা ও ক্লাস কেন বর্জন করেছে শিক্ষার্থীরা,তা জানি। এ বিষয়ে ব্যস্থা নেওয়া হবে।

ট্যাগস :

চাটমোহরের বাঙ্গালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার বাঙ্গালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত,সীমানা প্রাচীর নির্মাণ না করে অর্থ আত্মসাতসহ স্কুলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে স্কুলের সদ্য বিদায়ী সভাপতি ও প্রধান শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে স্কুলের প্রি টেস্ট পরীক্ষা ও ক্লাস বর্জন করে সকল ছাত্র-ছাত্রী বিক্ষোভ শুরু করে। তারা সভাপতি বজলুল রহমান,প্রধান শিক্ষক মোঃ তোরাব আলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে।
স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান,শিমুল,জুবায়ের,পাপিয়া খাতুন,রিফাত,রুমিসহ অন্যরা জানায়,স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অতি সম্প্রতি কয়েকজনকে নিয়োগ দিয়ে ৪০ লাখ টাকার বানিজ্য করেছেন। স্কুলের সীমানা প্রাচীর নির্মানের জন্য টাকা বরাদ্দ হলেও প্রাচীর নির্মাণ না করে টাকা আত্মসাত করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে,তাদের স্কুলের পানীয় জলের ব্যবস্থা নেই,কমন রুম নেই। শ্রেণী কক্ষে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ নেই। তারা আরো জানায়,শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না,তারা ইচ্ছেমতো স্কুলে আসেন আর যান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা এসকল সমস্যার সমাধান দাবি করে সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার দাবি করেছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ তোরাব আলীর সাথে কথা বললে,তিনি বলেন সভাপতি ও ম্যানেজিং কমিটির নির্দেশনা মোতাবেক আমি এসব করেছি। এক পর্যায়ে দ্রুত মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে অনেকবার কথা বলার চেষ্টা করা হলে প্রধান শিক্ষক ফোন রিসিভ করেননি।
স্কুলের সদ্য বিদায়ী সভাপতি মোঃ বজলুর রহমান মোবাইল ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন,ভাই এটা রং নম্বর।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মোঃ রেদুয়ানুুল হালিম বলেন,একটা পরিস্থিতিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলেন পরীক্ষা ও ক্লাস কেন বর্জন করেছে শিক্ষার্থীরা,তা জানি। এ বিষয়ে ব্যস্থা নেওয়া হবে।