চাটমোহরে আওয়ামী নেতাদের নামে মামলা,গ্রেফতার ১
- আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৯২ বার পঠিত
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বৈষম্যবিরোধি ছাত্র-জনতার উপর হামলা,ককটেল নিক্ষেপ ও আহত করার ঘটনায় চাটমোহর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের ২৮জন নেতার নাম উল্লেখসহ দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (৮ অক্টোর) মামলাটি দায়ের হয়েছে। মামলা নং ৫। বাদী উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন গ্রামের হাজী নবীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান। মামলার আরজিতে বলা হয়েছে,ছাত্র-জনতার বৈষম্যবিরোধি আন্দোলন চলাকালে ২৫/০৭/২০২৪ ইং তারিখ দুপুরে হান্ডিয়াল হাইস্কুলের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমবেত হয়। এসময় ছাত্র-জনতা মিছিল বের করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় শামীম হোসেন নামের একজন গুরুতর আহত হন। সে মামলার বাদী হাবিবুর রহমানের ভাগ্নে।
পুলিশ এ মামলায় মুজিবুর রহমান (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।