ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

চাটমোহরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৬৪ বার পঠিত

সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও নমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।
এদিকে দিবসের সরকারি এ অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার অংশগ্রহণ ও তাদের সদস্যদের নিয়ে এসে র‌্যালী করানোর চেষ্টা করলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
ওই বেসরকারি সংস্থা অনুষ্ঠানে আসা প্রবীণদের যাতায়াতের যানবাহন ভাড়া হিসেবে ১০ টাকা করে প্রদান করায় উপজেলা চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি তাৎক্ষনিক প্রবীণদের যাতায়াতের ভাড়া ও নাস্তা প্রদানের জন্য ৫ হাজার টাকা প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান প্রবীণদের জন্য বেসরকারি সংস্থা পিসিডি’র দেওয়া নি¤œমানের নাস্তা দেওয়ারও নিন্দা জানান। তিনি বলেন,এটা প্রবীণদের অবমাননা করা। এসময় সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান,এই কর্মসূচি পালনে সরকারের কোন রকম বরাদ্দ নেই। ফলে সে কোন নাস্তার ব্যবস্থা করতে পারেননি। তিনি বলেন,পিসিডি নামের একটি এনজিও-কে নাস্তা দেওয়ার কথা বলা হয়েছিল।
পিসিডি’র সমৃদ্ধি প্রকল্পের প্রোগ্রাম অফিসার (পিও) রফিকুল ইসলাম বলেন,আমরা নাস্তা দিয়েছি। অটোভ্যানে করে সদস্যদের নিয়ে এসেছি,আবার সেই ভ্যানে করেই প্রবীণদের পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে সমাজসেবা কর্মকর্তা আমাদের সহযোগিতা চাওয়ায় আমরা এই প্রোগ্রামে এসেছি। তাছাড়া পিসিডি স্বতন্ত্রভাবেই প্রবীণ দিবস পালন করে

ট্যাগস :

চাটমোহরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও নমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।
এদিকে দিবসের সরকারি এ অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার অংশগ্রহণ ও তাদের সদস্যদের নিয়ে এসে র‌্যালী করানোর চেষ্টা করলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
ওই বেসরকারি সংস্থা অনুষ্ঠানে আসা প্রবীণদের যাতায়াতের যানবাহন ভাড়া হিসেবে ১০ টাকা করে প্রদান করায় উপজেলা চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি তাৎক্ষনিক প্রবীণদের যাতায়াতের ভাড়া ও নাস্তা প্রদানের জন্য ৫ হাজার টাকা প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান প্রবীণদের জন্য বেসরকারি সংস্থা পিসিডি’র দেওয়া নি¤œমানের নাস্তা দেওয়ারও নিন্দা জানান। তিনি বলেন,এটা প্রবীণদের অবমাননা করা। এসময় সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান,এই কর্মসূচি পালনে সরকারের কোন রকম বরাদ্দ নেই। ফলে সে কোন নাস্তার ব্যবস্থা করতে পারেননি। তিনি বলেন,পিসিডি নামের একটি এনজিও-কে নাস্তা দেওয়ার কথা বলা হয়েছিল।
পিসিডি’র সমৃদ্ধি প্রকল্পের প্রোগ্রাম অফিসার (পিও) রফিকুল ইসলাম বলেন,আমরা নাস্তা দিয়েছি। অটোভ্যানে করে সদস্যদের নিয়ে এসেছি,আবার সেই ভ্যানে করেই প্রবীণদের পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে সমাজসেবা কর্মকর্তা আমাদের সহযোগিতা চাওয়ায় আমরা এই প্রোগ্রামে এসেছি। তাছাড়া পিসিডি স্বতন্ত্রভাবেই প্রবীণ দিবস পালন করে