চাটমোহরে চলছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
- আপডেট সময় : ০৪:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২০২ বার পঠিত
পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হচ্ছে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মসভা ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে চাটমোহর হরিসভা মন্দিরে এই অনুষ্ঠান শুরু হয়।
গত রবিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হয় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান। মঙ্গলবার (২১ নভেম্বর) শেষ হয় এ মহানামযজ্ঞ। আজ বুধবার থেকে শুরু হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন। চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।
অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করেছে সাতক্ষীরার সোনার গৌর সম্প্রদায়,গোপালগঞ্জের বাসনা সম্প্রদায়,কুমিল্লার বেদবাণী সম্প্রদায়,ঝিনাইদহের গৌর মাধুরী সম্প্রদায়,কিশোরগঞ্জের নন্দ দুলাল সম্প্রদায় এবং নগরবাড়ির শিব ঠাকুর সম্প্রদায়।
লীলা কীর্তন পরিবেশন করছেন সাতক্ষীরার হরিদাস,আশালতা মন্ডল,মানিকগঞ্জের সুরঞ্জন সরকার,ফরিদপুরের কুমারী পূজা রায় ও নাটোরের নয়নান্দ দাস।