ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা Logo চাটমোহর এম এ আউয়াল ছাইকোলা টেকনিক্যাল এন্ড বিএমআই’র শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন Logo আগস্টে সড়কে ঝরল ৪৭৬ প্রাণ! Logo চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বের করে দিয়েছে এলাকাবাসী Logo জাতীয়তাবাদী প্রচার দলে ১৪ জনকে অন্তর্ভুক্ত Logo চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo চাটমোহরে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ ও জাল পোড়াল প্রশাসন Logo সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ Logo ডিমসিদ্ধ করতে গিয়ে ঈশ্বরদীতে ইলেকট্রিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড Logo নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী

চাটমোহরে জমির বিরোধে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি জখম

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৫৫ বার পঠিত

জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রোসেস সার্ভেয়ার মোঃ মহরম হোসেন মঞ্জু (৫৮)। গত বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লায় নিজ বাড়ির পাশে চিহ্নিত দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। সে ওই মহল্লার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।
জানা গেছে,মহরম হোসেন স্থানীয় এক ব্যক্তির জমি বর্গা চষেন। এই জমি নিয়ে জমির মালিকের সাথে বালুচর মহল্লার ওসমান ও আজিম গং এর বিরোধ চলছে। মহরম হোসেনকে বর্গা ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দিতে থাকে আজিম গং। কিন্তু মহরম এতে কর্ণপাত করেনি। ঘটনার দিন (২ আগস্ট) বিকেলে আজিম উদ্দিনের নাতি শাকিল ও বাবু গং মহরম হোসেনের বাড়িতে গিয়ে তাকে ডেকে বের করে। বাকবিতন্ডার এক পর্যায়ে মহরম হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শী মহরমের প্রতিবেশি ইবাদত হোসেন জানান,আহত মহরমের প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তার বুকে,পেটে,গলায় ৭/৮টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

চাটমোহরে জমির বিরোধে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি জখম

আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রোসেস সার্ভেয়ার মোঃ মহরম হোসেন মঞ্জু (৫৮)। গত বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লায় নিজ বাড়ির পাশে চিহ্নিত দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। সে ওই মহল্লার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।
জানা গেছে,মহরম হোসেন স্থানীয় এক ব্যক্তির জমি বর্গা চষেন। এই জমি নিয়ে জমির মালিকের সাথে বালুচর মহল্লার ওসমান ও আজিম গং এর বিরোধ চলছে। মহরম হোসেনকে বর্গা ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দিতে থাকে আজিম গং। কিন্তু মহরম এতে কর্ণপাত করেনি। ঘটনার দিন (২ আগস্ট) বিকেলে আজিম উদ্দিনের নাতি শাকিল ও বাবু গং মহরম হোসেনের বাড়িতে গিয়ে তাকে ডেকে বের করে। বাকবিতন্ডার এক পর্যায়ে মহরম হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শী মহরমের প্রতিবেশি ইবাদত হোসেন জানান,আহত মহরমের প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তার বুকে,পেটে,গলায় ৭/৮টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।