চাটমোহরে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫
- আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৩৯ বার পঠিত
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী পুর্বপাড়া বিলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কাটাখালী পুর্বপাড়া বিলে। আহতরা হলেন,কাটাখালী গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে শামসুল সরকার (৪৫),হাসেম আলীর স্ত্রী মিতা খাতুন (৩০),মৃত কাশেম সরকারের স্ত্রী ফাতেমা বেওয়া (৬০),কাশেম সরকারের ছেলে হোসেন আলী (৩০) ও রিন্টু সরকার (৩০),মহসিন আলীর ছেলে কামরুল (৫০),রজব প্রাং এর ছেলে শহিদুল ইসলাম (৫০),মৃত দেল মাহমুদের ছেলে আঃ গফুর সরদার(৬৫) ও আঃ গফুর সরদারের ছেলে আওয়াল সরদার (২৫)।
এলাকাবাসী জানান,কাটাখালী পুর্বপাড়া বিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে শামসুল সরকার ও গফুর সরদার গং এর সাথে। শনিবার সকালে শামসুল সরকার জমিতে চাষাবাদ করতে গেলে গফুর সরদার গং বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান,সংঘর্ষের ঘটনার বিষয় শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।