চাটমোহরে দুর্গা প্রতিমার আগমণে প্রস্তুত ৫৩টি পূজামন্ডপ
- আপডেট সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১০৬ বার পঠিত
শুভ মহালয়া শেষ। শাস্ত্রমতে মহালয়া মানেই সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার দিন গণনা শুরু। আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পাবনার চাটমোহরে এবার ৫৩টি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার আয়োজন নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এখন মহাব্যস্ত। দুর্গার আগমণের অপেক্ষায় পূজামন্ডপগুলো। চলছে সাজসজ্জার কাজ। প্রতিমাগুলোতে এখন চলছে রঙের আঁচড়। প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী,উপজেলা পূজা উদযাপন পরিষদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠাানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জমে উঠেছে পূজার কেনাকাটাও।
পাবনা জেলা পরিষদ,স্থানীয় সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ হামিদ মাস্টার প্রতিটি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। সরকারিভাবে প্রত্যেক মন্ডপে ৫০০ কেজি করে চাউল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানিয়েছেন,আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে।