ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু, আহত ৪

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ২২২ বার পঠিত

পাবনার চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। নিহত ব্যাক্তি হলেন পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার মৃত শমসের আলীর ছেলে মোঃ মোফাজ্জল হোসেন মোফা (৩৩)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চাটমোহর বাসস্ট্যান্ডে অবস্হিত শাহাজাদপুর ট্রাভেলস নামের পরিবহণ কাউন্টার সংলগ্ন রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার অখিল চন্দ্রের ছেলে অনিল কুমার (৩০), আজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৬), মনছুর আলী (৪৪) ও আতাউর (৪০)। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর বাসস্ট্যান্ডে অবস্হিত শাহাজাদপুর ট্রাভেলস কাউন্টারের সামনে শাহাজাদপুর ট্রাভেলস পরিবহনের একটি বাস ওয়াস করার জন্য ওই বাসের হেলপার ঘুরাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোফাজ্জল হোসেনকে পিষ্ট করে পাশের একটি বাড়ির সামনের দোকানপাটে ঢুকে পড়ে। সেখানে থাকা বাস কাউন্টার, সেলুন, ঔষধের দোকন, বাড়িসহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে যায়। এঘটনায় বাসটিকে আটক করলেও চালকের আসনে থাকা হেলপার পলাতক রয়েছে। এতে ৩টি দোকানের ব্যাপক ক্ষতি হয়। এ সময় দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল ভেঙেচুরে বাসের নিচে পড়ে যায়। শাহজাদপুর ট্রাভেলস কাউন্টার মাস্টার ও গাড়ীর লোকজনের সঙ্গে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

চাটমোহরে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু, আহত ৪

আপডেট সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

পাবনার চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। নিহত ব্যাক্তি হলেন পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার মৃত শমসের আলীর ছেলে মোঃ মোফাজ্জল হোসেন মোফা (৩৩)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চাটমোহর বাসস্ট্যান্ডে অবস্হিত শাহাজাদপুর ট্রাভেলস নামের পরিবহণ কাউন্টার সংলগ্ন রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার অখিল চন্দ্রের ছেলে অনিল কুমার (৩০), আজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৬), মনছুর আলী (৪৪) ও আতাউর (৪০)। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর বাসস্ট্যান্ডে অবস্হিত শাহাজাদপুর ট্রাভেলস কাউন্টারের সামনে শাহাজাদপুর ট্রাভেলস পরিবহনের একটি বাস ওয়াস করার জন্য ওই বাসের হেলপার ঘুরাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোফাজ্জল হোসেনকে পিষ্ট করে পাশের একটি বাড়ির সামনের দোকানপাটে ঢুকে পড়ে। সেখানে থাকা বাস কাউন্টার, সেলুন, ঔষধের দোকন, বাড়িসহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে যায়। এঘটনায় বাসটিকে আটক করলেও চালকের আসনে থাকা হেলপার পলাতক রয়েছে। এতে ৩টি দোকানের ব্যাপক ক্ষতি হয়। এ সময় দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল ভেঙেচুরে বাসের নিচে পড়ে যায়। শাহজাদপুর ট্রাভেলস কাউন্টার মাস্টার ও গাড়ীর লোকজনের সঙ্গে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।