ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরে সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৫৭ বার পঠিত

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবনার চাটমোহরে সড়কের শৃঙ্খলা ভেঙে পড়েছে। যদিও চাটমোহরের সড়কে কোন ট্রাফিক ব্যবস্থা নেই। সড়কে যানবাহন চলাচল করতো ইচ্ছেমতো। প্রতিনিয়ত যানজটের শিকার হয়ে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। এবার শৃঙ্খলাহীন যানবাহন ও যানজট নিরসনে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চাটমোহর পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় কোন ট্রাফিক পুলিশ ছিল না। এমন পরিস্থিতিতে শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। প্রশংসনীয় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। দায়িত্ব পালনকালে রাজশাহী পলিটেনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী ফাহিম,সামী ও তালহা জানান, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ায় আমরা শহরের বিভিন্ন পয়েন্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এবং আইন মেনে চলাসহ বিভিন্ন সচেতনামূলক কাজ করছি।
শিক্ষার্থীরা জানান,আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয় ও যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে,তাই আমরা এই শ্রম দিচ্ছি। নিজেদের মানবিকতা থেকেই আমরা স্বউদ্যোগী হয়ে এ কাজে নেমেছি।

ট্যাগস :

চাটমোহরে সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবনার চাটমোহরে সড়কের শৃঙ্খলা ভেঙে পড়েছে। যদিও চাটমোহরের সড়কে কোন ট্রাফিক ব্যবস্থা নেই। সড়কে যানবাহন চলাচল করতো ইচ্ছেমতো। প্রতিনিয়ত যানজটের শিকার হয়ে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। এবার শৃঙ্খলাহীন যানবাহন ও যানজট নিরসনে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চাটমোহর পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় কোন ট্রাফিক পুলিশ ছিল না। এমন পরিস্থিতিতে শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। প্রশংসনীয় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। দায়িত্ব পালনকালে রাজশাহী পলিটেনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী ফাহিম,সামী ও তালহা জানান, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ায় আমরা শহরের বিভিন্ন পয়েন্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এবং আইন মেনে চলাসহ বিভিন্ন সচেতনামূলক কাজ করছি।
শিক্ষার্থীরা জানান,আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয় ও যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে,তাই আমরা এই শ্রম দিচ্ছি। নিজেদের মানবিকতা থেকেই আমরা স্বউদ্যোগী হয়ে এ কাজে নেমেছি।