ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরে সড়ক ও দেয়ালে দেয়ালে আন্দোলনের প্রতিচ্ছবি

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৩৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। সফল গণঅভ্যুত্থানের পর সড়কের পাশে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে ছবি আঁকার মাধ্যমে সেসব স্মৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পাবনার চাটমোহর পৌর শহরের শিক্ষার্থীরা। তারা রং-তুলির আঁচড়ে শহরের বিভিন্ন দেয়ালে ও সড়কে ফুটিয়ে তুলছেন আবু সাইদ ও মুগ্ধসহ আন্দোলন চলাকালে নিহতদের প্রতিচ্ছবি।
শিক্ষার্থীরা শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ও গতকাল শনিবার দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার কথা তুলে ধরেছেন। তাদের এমন উদ্যেগের প্রশংসা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন,‘নতুন প্রজন্মের হাত ধরে গত ৫ আগস্ট বাংলাদেশ আবারো স্বাধীন হয়েছে। সন্তানদের হাত ধরে আজকে আমরাও সামিল হয়েছি তাদের এই আয়োজনে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের উৎসাহ দিতে চাই।’
একাধিক অভিভঅবক বললেন,প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। এবারের আন্দোলনও এর ব্যতিক্রম নয়। ছাত্র সমাজের এই অভূতপূর্ব অর্জনের স্মারক ছোট শহর চাটমোহরের বিভিন্ন দেয়ালে রেখে দিচ্ছে। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।’

ট্যাগস :

চাটমোহরে সড়ক ও দেয়ালে দেয়ালে আন্দোলনের প্রতিচ্ছবি

আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। সফল গণঅভ্যুত্থানের পর সড়কের পাশে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে ছবি আঁকার মাধ্যমে সেসব স্মৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পাবনার চাটমোহর পৌর শহরের শিক্ষার্থীরা। তারা রং-তুলির আঁচড়ে শহরের বিভিন্ন দেয়ালে ও সড়কে ফুটিয়ে তুলছেন আবু সাইদ ও মুগ্ধসহ আন্দোলন চলাকালে নিহতদের প্রতিচ্ছবি।
শিক্ষার্থীরা শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ও গতকাল শনিবার দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার কথা তুলে ধরেছেন। তাদের এমন উদ্যেগের প্রশংসা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন,‘নতুন প্রজন্মের হাত ধরে গত ৫ আগস্ট বাংলাদেশ আবারো স্বাধীন হয়েছে। সন্তানদের হাত ধরে আজকে আমরাও সামিল হয়েছি তাদের এই আয়োজনে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের উৎসাহ দিতে চাই।’
একাধিক অভিভঅবক বললেন,প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। এবারের আন্দোলনও এর ব্যতিক্রম নয়। ছাত্র সমাজের এই অভূতপূর্ব অর্জনের স্মারক ছোট শহর চাটমোহরের বিভিন্ন দেয়ালে রেখে দিচ্ছে। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।’