চাটমোহরে সবজিতে ফিরেছে স্বস্তি,বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ
- আপডেট সময় : ০৭:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৪ বার পঠিত
গত কয়েক সপ্তাহের চরম অস্বস্তি আর সাধারণ মানুষের ক্ষোভের পর পাবনার চাটমোহরের বাজারে কিছুটা কমেছে সবজির দাম। কাঁচা মরিচ এখন নাগালের মধ্যে। তবে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ।
চাটমোহরের বিভিন্ন বাজার ঘুরে গতকাল সোমবার দেখা গেছে,কয়েকদিন আগেও যে কাঁচামরিচের কেজি ছিলো ২৮০ থেকে ৩০০ টাকা। তা এখন ১২০ থেকে ১৪০ টাকা। একটি লাউ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। সোমবার চাটমোহরের বাজারে তার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। কদিন আগেও বেগুন বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকা কেজি। সেই বেগুন এখন ৬০ থেকে ৭০ টাকা। মূলার কেজি এখন ৩০ টাকা,গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। এছাড়া প্রতি কেজি শিম ৮০ টাকা,ঢেঁড়শ ৫০ টাকা,পেঁপে ২০ টাকা,ঝিঙে ৫০ টাকা,ধনে পাতা ১০০ টাকা,লালশাক ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক’দিন আগেও ছিলে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বেশি। আলুর দাম রয়েছে স্থিতিশীল। প্রতি কেজি আলু ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে কেজিতে। স্থানভেদে ১০০ টাকা কেজিও কাঁচামরিচ মিলছে। তবে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ক’দিন আগেও ছিলো ১০০ থেকে ১২০ টাকা কেজি। সবজি বিক্রেতারা বললেন,সবজির দাম কিছুটা কমে যাওয়ায় বিক্রি বেড়েছে।
এদিকে মাছের দাম বেড়েছে। বেড়েছে চালের দামও। বিক্রেতারা জানালেন প্রত্যেক চালে বস্তাপ্রতি (২৫ কেজি) বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। তারা জানান,বাজারে ধানের দাম বেড়েছে। ফলে চালের দামও বেড়েছে।
একাধিক ক্রেতা বললেন,বাজার নিয়মিত মনিটরিং করা হলে আগেই সবজিসহ নিত্যপণ্যের দাম কমে যেতো। কিন্তু বাজার মনিটরিং করা হচ্ছেনা।
চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু বললেন,আমাদানী বেড়েছে,যার কারণে সবজি ও মরিচসহ অন্যান্য পণ্যের দাম কিছুটা কমেছে। তবে পেঁয়াজের বাজার কিছুটা চড়া। আমরা সমিতির পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করে ব্যবসায়ীদের সাথে কথা বলে থাকি।