ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরে স্কুলশিক্ষার্থীদের দিনব্যাপী উদ্ভাবনী মেলা

ময়নুল হক, ভাঙ্গুড়া অফিস:
  • আপডেট সময় : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেধা বিকাশ শিক্ষা পরিবারের আয়োজনে দিনব্যাপী স্কুলশিক্ষার্থীদের অংশ গ্রহণে উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান নুরু, বিশেষ অতিথি, চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মগরেব আলী সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মেধা বিকাশ শিক্ষা পরিবার স্কুল মাঠে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় ১৪টি স্টলে১৫০ জন শিক্ষার্থীর ৫০টি নতুন প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শন করে। শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলার আয়োজন।

মেলায় শিক্ষার্থীরা তাদের নিজেদের মেধায় বিজ্ঞান মনস্ক চিন্তায় আধুনিক নগর গঠনসহ বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার তুলে ধরে তারা।
উদ্ভাবনী মেলায় শিক্ষার্থীরা নিজ জেলা শহরকে আধুনিকায়ন, আধুনিক গ্রাম বাংলা, পানি ও সৌর বিদ্যুৎ ব্যবহার, শিল্পকলকারখারা বিষাক্ত ধোয়া থেকে পরিবেশ রক্ষায় প্রযুক্তি ব্যবহার, পরিবহনে চম্বুক শক্তিকে কাজে লাগানোসহ ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নতুন নতুন উদ্ভাবন নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

মেলাতে আসা অভিভাবেরা জানান, এই উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি তাদের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করছে। মোবাইল গেমে আসক্ত না হয়ে তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজেদেরকে আগামী দিনের জন্য তৈরি করছে। স্মর্ট বাংলাদেশ গঠনে এদের চিন্তা চেতনা আবিষ্কার কাজে লাগবে। এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি করে হওয়া দরকার। একই সঙ্গে এই তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কারকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করার দাবি জানান তারা।

প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মো: মুরশিদুল আলম (মুরাদ) বলেন, সামাজিক ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান বিকাশের জন্য এই ধরনের আয়োজন। আমরা চাই মাদকমুক্ত সমাজ গঠনে এই শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। মোবাইল ফোনে আসক্ত থেকে দূরে রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের আয়োজন করা দরকার।

অনুষ্ঠানে পাঁচশতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিটি স্টোল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

ট্যাগস :

চাটমোহরে স্কুলশিক্ষার্থীদের দিনব্যাপী উদ্ভাবনী মেলা

আপডেট সময় : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেধা বিকাশ শিক্ষা পরিবারের আয়োজনে দিনব্যাপী স্কুলশিক্ষার্থীদের অংশ গ্রহণে উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান নুরু, বিশেষ অতিথি, চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মগরেব আলী সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মেধা বিকাশ শিক্ষা পরিবার স্কুল মাঠে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় ১৪টি স্টলে১৫০ জন শিক্ষার্থীর ৫০টি নতুন প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শন করে। শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলার আয়োজন।

মেলায় শিক্ষার্থীরা তাদের নিজেদের মেধায় বিজ্ঞান মনস্ক চিন্তায় আধুনিক নগর গঠনসহ বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার তুলে ধরে তারা।
উদ্ভাবনী মেলায় শিক্ষার্থীরা নিজ জেলা শহরকে আধুনিকায়ন, আধুনিক গ্রাম বাংলা, পানি ও সৌর বিদ্যুৎ ব্যবহার, শিল্পকলকারখারা বিষাক্ত ধোয়া থেকে পরিবেশ রক্ষায় প্রযুক্তি ব্যবহার, পরিবহনে চম্বুক শক্তিকে কাজে লাগানোসহ ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নতুন নতুন উদ্ভাবন নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

মেলাতে আসা অভিভাবেরা জানান, এই উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি তাদের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করছে। মোবাইল গেমে আসক্ত না হয়ে তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজেদেরকে আগামী দিনের জন্য তৈরি করছে। স্মর্ট বাংলাদেশ গঠনে এদের চিন্তা চেতনা আবিষ্কার কাজে লাগবে। এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি করে হওয়া দরকার। একই সঙ্গে এই তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কারকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করার দাবি জানান তারা।

প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মো: মুরশিদুল আলম (মুরাদ) বলেন, সামাজিক ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান বিকাশের জন্য এই ধরনের আয়োজন। আমরা চাই মাদকমুক্ত সমাজ গঠনে এই শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। মোবাইল ফোনে আসক্ত থেকে দূরে রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের আয়োজন করা দরকার।

অনুষ্ঠানে পাঁচশতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিটি স্টোল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।