চাটমোহর পৌর শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ উদ্বোধন
- আপডেট সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৬৫ বার পঠিত
পাবনার চাটমোহর পৌরসভার প্রধান সড়কের পুণঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বালুচর এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান শাকিল,থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম,বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু,সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,আলহাজ¦ রেজাউল করিম সরকার দুলাল,পৌরসভার সচিব ও সহকারি প্রকৌশলী রাফিউল বারি,সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,যুবদলের পৌর আহবায়ক তানভীর জুয়েল লিখন,ঠিকাদার আব্দুল জব্বার,মোঃ শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার সহকারি প্রকৌশলী রাফিউল বারি জানান,গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় জনগুরুত্বপূর্ণ এই সড়কের ১ হাজার ৯৩ মিটার পুণঃনির্মাণ করা হচ্ছে। নির্মাণে বরাদ্দ ১ কোটি ৮৬ লাখ টাকা।্ আগামী ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
উল্লেখ্য,চাটমোহর পৌর শহরের থানা মোড় থেকে নতুন বাজার জারদিস মোড় পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সড়কের বেহাল অবস্থায় পৌরবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের কাজ শুরু হওয়ায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সঠিকভাবে কাজ সম্পন্ন করারও দাবি জানিয়েছেন তারা।