তিন দিন দেখা নেই সূর্যের,শীতে জবুথবু চলনবিলাঞ্চল
- আপডেট সময় : ১১:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৪৮ বার পঠিত
ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে চাটমোহরসহ চলনবিল অঞ্চল। প্রায় দিনভর থাকছে কুয়াশার দাপট। কুয়াশার সাথে যোগ হয়েছে হিমেল হাওয়া। ফলে অনুভূত হচ্ছে তীব্র শীত। সকাল ১০টা পর্যন্ত যানবাহন চলাচল করছে হেড লাইট জ¦লিয়ে। সকালের ঘন কুয়াশায় পুরো অঞ্চল ঢেকে থাকছে। গত সোম থেকে গতকাল বুধবার সারা দিনেই দেখা মেলেনি সূর্যের। এতে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা উপেক্ষা করেকাজের খোঁজে ছুিটছেন দিনমজুররা। শীতে জবুথবু চলনবিল। তাপমাত্রা কমছে প্রতিদিন। ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে।
গতকাল বুধবার চাটমোহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ ডিগ্রি সেলসিয়াসে।
গতকাল বুধবারও সারা দিনেও এ অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। সন্ধ্যার পরই কুয়াশায় ঢেকে যায় চারপাশ। রাত ১০টার পর তো দৃষ্টিসীমা ২০ মিটারের নিচে নেমে যায়। সড়ক-মহাসড়কে গতি কমিয়ে চলাচল করেছে যানবাহন। গতকালও কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। আবহাওয়া দপ্তরের মতে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।’হতে পারে শৈত্যপ্রবাহ।
এদিকে শীত নামলেও চাটমোহরসহ চলনবিল অঞ্চলে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে শীতবস্ত্রের ব্যবস্থা হয়নি। এখনো কোনো বরাদ্দ আসেনি বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর।