ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাবনা-৩ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৫৫ বার পঠিত

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মোঃ আব্দুল হামিদ মাস্টারকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দিয়েছেন।
আসনটিতে টানা তিনবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ মাস্টার জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
দুই প্রার্থীকে দেয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে,আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতিক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি আপনার (আপনাদের) নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন। যা একটি নির্বাচন পূর্ব অনিয়ম।
আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতঃদৃেষ্ট প্রতিয়মান হয়েছে।
আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।

ট্যাগস :

পাবনা-৩ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মোঃ আব্দুল হামিদ মাস্টারকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দিয়েছেন।
আসনটিতে টানা তিনবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ মাস্টার জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
দুই প্রার্থীকে দেয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে,আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতিক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি আপনার (আপনাদের) নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন। যা একটি নির্বাচন পূর্ব অনিয়ম।
আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতঃদৃেষ্ট প্রতিয়মান হয়েছে।
আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।