ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা Logo চাটমোহর এম এ আউয়াল ছাইকোলা টেকনিক্যাল এন্ড বিএমআই’র শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন Logo আগস্টে সড়কে ঝরল ৪৭৬ প্রাণ! Logo চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বের করে দিয়েছে এলাকাবাসী Logo জাতীয়তাবাদী প্রচার দলে ১৪ জনকে অন্তর্ভুক্ত Logo চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo চাটমোহরে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ ও জাল পোড়াল প্রশাসন Logo সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ Logo ডিমসিদ্ধ করতে গিয়ে ঈশ্বরদীতে ইলেকট্রিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড Logo নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ২ জনকে শোকজ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৪৭০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর,পোস্টার ছেঁড়া এবং স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুইজনকে শোকজ করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের শোকজ নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজউল ইসলাম।
শোকজ নোটিশপ্রাপ্তরা হলেন,চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের মৃত ফরমান আলী বিশ্বাসের ছেলে ফুরকান আলী বিশ্বাস ও তার শ্বশুড় একই গ্রামের আবুল কাশেমের ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় সংবাদদাতা এম এস আলম বাবলু।
তাদের শোকজ নোটিশে বলা হয়েছে,’আপনি ফুরকান আলী বিশ্বাস,এম এস আলম বাবলুসহ অজ্ঞাতনামা আরো কিছু ব্যক্তি গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাত সোয়া ২টার দিকে দৈনিক কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জুর বাসার প্রধান ফটকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় বাসা সংলগ্ন তাঁর ওষুধের দোকানে সাটার ও একটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও পরদিন শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উক্ত এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং আবারো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে রবিবার (২৪ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়েছে। যা নির্বাচন পূর্ব একটি অনিয়ম। আপনাদের উক্তরুপ কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ এর (গ) বিধি লঙ্ঘন করা হয়েছে।
নোটিশে বলা হয়, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল দশটায় স্ব-শরীরে হাজির হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত ফুরকান আলী বিশ্বাসের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বলেন,’সব কথার জবাব কি আপনাকে দিতে হবে নাকি। আমি এসব ব্যাপারে কোন কিছু বলতে পারবো না। আমাদের নোটিশ দিয়েছে, সেই নোটিশের জবাব আমরা যেভাবে পারি,সেভাবে দেবো। আপনারা যা পারেন করেন।’
উল্লেখ্য,অভিযুক্তরা গত শুক্রবার রাতে ও শনিবার দুপুরে দুই দফায় পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে। এছাড়া স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ রঞ্জুর বাসায় ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি দু’টি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ২ জনকে শোকজ

আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর,পোস্টার ছেঁড়া এবং স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুইজনকে শোকজ করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের শোকজ নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজউল ইসলাম।
শোকজ নোটিশপ্রাপ্তরা হলেন,চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের মৃত ফরমান আলী বিশ্বাসের ছেলে ফুরকান আলী বিশ্বাস ও তার শ্বশুড় একই গ্রামের আবুল কাশেমের ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় সংবাদদাতা এম এস আলম বাবলু।
তাদের শোকজ নোটিশে বলা হয়েছে,’আপনি ফুরকান আলী বিশ্বাস,এম এস আলম বাবলুসহ অজ্ঞাতনামা আরো কিছু ব্যক্তি গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাত সোয়া ২টার দিকে দৈনিক কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জুর বাসার প্রধান ফটকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় বাসা সংলগ্ন তাঁর ওষুধের দোকানে সাটার ও একটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও পরদিন শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উক্ত এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং আবারো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে রবিবার (২৪ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়েছে। যা নির্বাচন পূর্ব একটি অনিয়ম। আপনাদের উক্তরুপ কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ এর (গ) বিধি লঙ্ঘন করা হয়েছে।
নোটিশে বলা হয়, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল দশটায় স্ব-শরীরে হাজির হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত ফুরকান আলী বিশ্বাসের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বলেন,’সব কথার জবাব কি আপনাকে দিতে হবে নাকি। আমি এসব ব্যাপারে কোন কিছু বলতে পারবো না। আমাদের নোটিশ দিয়েছে, সেই নোটিশের জবাব আমরা যেভাবে পারি,সেভাবে দেবো। আপনারা যা পারেন করেন।’
উল্লেখ্য,অভিযুক্তরা গত শুক্রবার রাতে ও শনিবার দুপুরে দুই দফায় পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে। এছাড়া স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ রঞ্জুর বাসায় ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি দু’টি মামলা দায়ের করা হয়।