ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা Logo চাটমোহর এম এ আউয়াল ছাইকোলা টেকনিক্যাল এন্ড বিএমআই’র শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন Logo আগস্টে সড়কে ঝরল ৪৭৬ প্রাণ! Logo চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বের করে দিয়েছে এলাকাবাসী Logo জাতীয়তাবাদী প্রচার দলে ১৪ জনকে অন্তর্ভুক্ত Logo চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo চাটমোহরে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ ও জাল পোড়াল প্রশাসন Logo সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ Logo ডিমসিদ্ধ করতে গিয়ে ঈশ্বরদীতে ইলেকট্রিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড Logo নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী

পাবনা-৩ আসন : ‘মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না :ছাত্রলীগ সভাপতির হুমকি

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

‘পাবনা-৩ আসনে মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’ বলে হুমকি দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। আর তার এই বক্তব্য নিয়ে চলছে সমালোচনার ঝড়। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মোঃ মকবুল হোসেনের পক্ষে এক পথসভায় এ হুমকি দেন তিনি। এর আগে আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রণে চাটমোহর পৌর সদরে নৌকার পক্ষে একটি মিছিল করা হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন মিজানুর রহমান সবুজ।
এ সময় বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ আরো বলেন,‘যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন,ভবিষ্যতে যুবলীগ, আওয়ামীলীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘পাবনা-৩ আসনে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি। সেখানে পথসভায় আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী যারা তাদের উদ্দেশ্য করে এসব বলা হয়েছে। কারণ তারা বিদ্রোহী প্রার্থী। আর তাদের বিষয়ে দলও পরিষ্কার করে দিয়েছে। আমিও সেটি তুলে ধরেছি।’
নির্বাচনী প্রচারণা শুরুর আগে সভা,সমাবেশ বা মিছিল করা ও এমন হুমকিমুলক বক্তব্য দিতে পারেন কি না জানতে চাইলে তিনি বিষয়টি নির্বাচনী আচরণবিধি লংঘন নয় বলে দাবি করেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ মাস্টার বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর আগেই এমনভাবে প্রকাশ্যে মিছিল ও পথসভা করে বক্তব্য দেয়া, অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে হুমকি দেয়া, নির্বাচনী আচরণবিধি লংঘন। এটি নির্বাচনের সুষ্ঠ পরিবেশের অন্তরায়। এ বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবো।’
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন,চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপিপুত্র ইবনুল হাসান শাকিল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ আলীম,সাবেক সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ^াস রাজু,উপজেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা,সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,আহবায়কসহ অন্যরা।
এদিকে এ বিষয়ে চাটমোহর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমার জানা নেই,অভিযোগ পেরে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

পাবনা-৩ আসন : ‘মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না :ছাত্রলীগ সভাপতির হুমকি

আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

‘পাবনা-৩ আসনে মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’ বলে হুমকি দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। আর তার এই বক্তব্য নিয়ে চলছে সমালোচনার ঝড়। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মোঃ মকবুল হোসেনের পক্ষে এক পথসভায় এ হুমকি দেন তিনি। এর আগে আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রণে চাটমোহর পৌর সদরে নৌকার পক্ষে একটি মিছিল করা হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন মিজানুর রহমান সবুজ।
এ সময় বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ আরো বলেন,‘যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন,ভবিষ্যতে যুবলীগ, আওয়ামীলীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘পাবনা-৩ আসনে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি। সেখানে পথসভায় আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী যারা তাদের উদ্দেশ্য করে এসব বলা হয়েছে। কারণ তারা বিদ্রোহী প্রার্থী। আর তাদের বিষয়ে দলও পরিষ্কার করে দিয়েছে। আমিও সেটি তুলে ধরেছি।’
নির্বাচনী প্রচারণা শুরুর আগে সভা,সমাবেশ বা মিছিল করা ও এমন হুমকিমুলক বক্তব্য দিতে পারেন কি না জানতে চাইলে তিনি বিষয়টি নির্বাচনী আচরণবিধি লংঘন নয় বলে দাবি করেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ মাস্টার বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর আগেই এমনভাবে প্রকাশ্যে মিছিল ও পথসভা করে বক্তব্য দেয়া, অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে হুমকি দেয়া, নির্বাচনী আচরণবিধি লংঘন। এটি নির্বাচনের সুষ্ঠ পরিবেশের অন্তরায়। এ বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবো।’
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন,চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপিপুত্র ইবনুল হাসান শাকিল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ আলীম,সাবেক সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ^াস রাজু,উপজেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা,সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,আহবায়কসহ অন্যরা।
এদিকে এ বিষয়ে চাটমোহর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমার জানা নেই,অভিযোগ পেরে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।