বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়া,এক ব্যবসায়ী গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৮:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৯ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতা’র কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রুবেল হোসেন খলিফা (৩৪) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল উপজেলার গ্রামের অর্জুনপুর গ্রামের হাসমত আলী খলিফার ছেলে ও রাজাপুর বাজারের মেসার্স ভাই বোন গার্মেন্টেসের স্বত্ত্বাধিকারী।
¯’ানীয়রা জানান, গোপালপুরে ইউনিয়নে একশ’ জন টিসিবি’র কার্ডধারী পণ্য নিতে না আসায় সেগুলোর বিপরীতে নতুনভাবে তালিকা করা হ”েছ। এছাড়া পরিষদের ৪ টি মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ এসেছে। বুধবার সকালে ৪ নং ওয়ার্ড সদস্য বেলাল হোসেন পরিষদে গিয়ে মাতৃত্বকালীন ভাতার ৪টির সব কয়টি এবং টিসিবি’র একশ’টি কার্ডের মধ্যে ৭৫ টি একাই তালিকা করার দাবি করেন। এ সময় বিএনপি সমর্থিত ২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ও ৫ নং ওয়ার্ড সদস্য ফজল আহমেদ তাতে আপত্তি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বেলাল মেম্বারের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে ইউপি কার্যালয়ে যাওয়ার চেষ্টার করেন। এ সময় সামাদ মেম্বার ও ফজল মেম্বারের নেতৃত্বে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেলাল হোসেনের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে পাশেই দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী রুবেল হোসেন খলিফার বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরে ¯’ানীয়রা তাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা¯’লে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।