ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বড়াইগ্রামে সংঘর্ষে আহত ১০,গ্রেফতার ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৫৭ বার পঠিত

বড়াইগ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার পুলিশ সাইফুল ইসলাম ও সোহেল রানা নামে দুজনকে আটক করেছে। আটক সাইফুল মল্লিকপুর গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে এবং সোহেল আবুল কাশেম মালুর ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে ছোট পিঙ্গুইন গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪২), আব্দুল করিমের ছেলে জমিন উদ্দিন (৪৫), বড়দেহা গ্রামের শফিকুল ইসলামের ছেলে দোয়েল আহমেদ (২৪), মল্লিকপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন (২২) ও সিয়াম আহমেদ (২২), ওয়াহেদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) ও মৃত বছির উদ্দিনের ছেলে আবুল কাশেম মালু (৬৫) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ৪-৫ টি ছাগল রফিকুল ইসলামের জমিতে পটলের গাছ খাচ্ছিল। এ সময় জমির মালিক ছাগলগুলোকে ধাওয়া করলে একটি ছাগল নদীর পানিতে পড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে প্রতিবেশী আব্দুস সালামকে জমির মালিক লাঞ্ছিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মল্লিকপুর আব্দুর রহমানের রাইস মিলের সামনে তর্ক-বিতর্কের জের উভয় পক্ষে সংঘর্ষ বাধে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বড়াইগ্রামে সংঘর্ষে আহত ১০,গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

বড়াইগ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার পুলিশ সাইফুল ইসলাম ও সোহেল রানা নামে দুজনকে আটক করেছে। আটক সাইফুল মল্লিকপুর গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে এবং সোহেল আবুল কাশেম মালুর ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে ছোট পিঙ্গুইন গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪২), আব্দুল করিমের ছেলে জমিন উদ্দিন (৪৫), বড়দেহা গ্রামের শফিকুল ইসলামের ছেলে দোয়েল আহমেদ (২৪), মল্লিকপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন (২২) ও সিয়াম আহমেদ (২২), ওয়াহেদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) ও মৃত বছির উদ্দিনের ছেলে আবুল কাশেম মালু (৬৫) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ৪-৫ টি ছাগল রফিকুল ইসলামের জমিতে পটলের গাছ খাচ্ছিল। এ সময় জমির মালিক ছাগলগুলোকে ধাওয়া করলে একটি ছাগল নদীর পানিতে পড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে প্রতিবেশী আব্দুস সালামকে জমির মালিক লাঞ্ছিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মল্লিকপুর আব্দুর রহমানের রাইস মিলের সামনে তর্ক-বিতর্কের জের উভয় পক্ষে সংঘর্ষ বাধে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।