ভাঙ্গুড়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১২০ বার পঠিত
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পুকুরের মালিকানা ও মাছ বিক্রি করার বিষয় নিয়ে প্রতিপক্ষের অভিযোগ,হয়রানী ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলার খানমরিচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন,পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ১৭ বিঘার পুকুরের মালিকানা ও মাছ বিক্রি নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে বলা হয়েছে,আমরা নাকি বিরোধপূর্ণ পুকুরের মাছ ধরে বিক্রি করেছি। কিন্তু বাস্তবের সাথে এর কোন মিল নেই। শহিদুল ইসলাম বলেন,প্রায় এক যুগ ধরে পুকুরটির মালিকানা আমাদের। অভিযোগকারী ইয়াহিয়া ও অন্য মালিকদের অংশ আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। মালিকানার দলিলপত্র রয়েছে। ইয়াহিয়ার অভিযোগ মিথ্যে। আমাদের ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত মালিকানাধিন পুকুর দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল ও মাছ চাষ করে আসছি। এখানে অভিযোগকারী ইয়াহিয়ার কোন জমি নেই,কোন স্বত্ব নেই। ইয়াহিয়া কোন দিন এই পুকুরে মাছের আবাদ করেননি। তার কাছ থেকে আমরা কখনও পুকুরটি আবাদের জন্য লীজ নেইনি।
বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন,আমি খানমরিচ ইউনিয়নের সাবে চেয়ারম্যান,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,আমার ছোট ভাই আঃ রশিদ বিশিষ্ট ব্যবসায়ী। আমরা সততার সাথে সততার সাথে ব্যবসা-বানিজ্য পরিচালনা করায় এবং রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করায় একটি মহল আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর পাশাপাশি আমাদের ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,জমির মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ,খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আতোয়ার হোসেন প্রমুখ।
এ ব্যাপারে মোঃ ইয়াহিয়া বলেন,শহিদুল ইসলাম আমার মালিকানা অস্বীকার করতে এবং বিষয়টি ভিন্নখাতে নিতেই এই সংবাদ সম্মেলন করেছেন বলে আমার বিশ্বাস।