ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ-সমাবেশ Logo চাটমোহরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন Logo আহত যুবদল নেতা দেখতে হাসপাতালে সাবেক এমপি Logo যুবদল নেতাকে কোপালেন আ.লীগের কর্মীরা Logo পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২যাত্রী নিহত, আহত ৭ Logo সংস্কারের সঙ্গে নির্বাচনকে গুরুত্ব দেয়া প্রয়োজন: মির্জা ফখরুল Logo মুক্তিপণের টাকা না পেয়ে ঈশ্বরদীতে নিরাপত্তা প্রহরীকে হত্যা Logo ৫দিনব্যাপী ইউপি কার্যালয়ে তালা বদ্ধ ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভের কারণে নিজ কার্যালয়ে ঢুকতে পারলেন না ইউপি চেয়ারম্যান Logo চেয়ারম্যানকে বের করে দিয়ে হান্ডিয়াল ইউপি কার্যালয়ে তালা! Logo চাটমোহরেরএকই মাদ্রাসায় দু’জন ভারপ্রাপ্ত অধ্যক্ষ!

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২৫ বার পঠিত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। তিনিই এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। এর পরপরই তিনি ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, ‘আমাদের কাজ জরুরি এবং আমরা আজই তা শুরু করছি।’
ব্রিটিশ প্রধান স্টারমার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরে তিনি এ ভাষণ দেন। যারা এত দিন যুক্তরাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে,লেবার পার্টির নতুন সরকার ‘নিঃশব্দে তাদের প্রতিহত করবে’ বলেও জানিয়েছেন কেয়ার স্টারমার।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন,‘আপনারা আমাদের ক্ষমতায় আনতে ভোট দিয়েছেন। আমরা এই ভোট পরিবর্তনের জন্য ব্যবহার করব। রাজনীতিতে সেবা ও সম্মান ফিরিয়ে আনার জন্য ব্যবহার করব। অযোগ্যদের শাসনামলের অবসান হলো এর মধ্যে দিয়ে। আপনাদের জীবনকে আরও সহজ এবং দেশকে ঐক্যবদ্ধ করতে এই ভোট কাজে লাগাব।’তিনি আরও বলেন, ‘চার জাতি আবার একসঙ্গে দাঁড়িয়েছে। আমরা অতীতে অসংখ্যবার অস্থির বিশ্বের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেসব সমস্যা মোকাবিলা করেছি। স্থির এবং ধৈর্যশীলতার সঙ্গে দেশকে নতুন করে গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে আমি আপনাদের সবাকে আমন্ত্রণ জানাচ্ছি এই সেবামূলক সরকারে যোগ দিতে, জাতীয় নবায়নের মিশনে।’সবিশেষে তিনি বলেন, ‘আমাদের কাজ জরুরি এবং আমরা আজই তা শুরু করছি। আপনাকে অনেক ধন্যবাদ।’তিনি যুক্ত করেন, ‘পরিবর্তনের কাজ অবিলম্বে শুরু হয়, তবে কোনো সন্দেহ নেই, আমরা ব্রিটেনকে পুনর্গঠন করব।’
এর আগে, ঋষি সুনাক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন।
যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো দুটি আসনের ফল প্রকাশ বাকি। যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।
কে এই কিয়ার স্টারমার ঃ কিয়ার স্টারমারের জন্ম লন্ডনে। ৬১ বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে এর সুফল পেলেন তিনি। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ। ভরসা করার মতো রাজনীতিবিদ। সমালোচকদের অনেকের মতে,স্টারমার চৌকস নন,বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিক। রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলার। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি। ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় অবদান রাখায় ‘নাইট’ উপাধি পেয়েছেন স্টারমার।
আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইনপ্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।

ট্যাগস :

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ১২:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। তিনিই এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। এর পরপরই তিনি ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, ‘আমাদের কাজ জরুরি এবং আমরা আজই তা শুরু করছি।’
ব্রিটিশ প্রধান স্টারমার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরে তিনি এ ভাষণ দেন। যারা এত দিন যুক্তরাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে,লেবার পার্টির নতুন সরকার ‘নিঃশব্দে তাদের প্রতিহত করবে’ বলেও জানিয়েছেন কেয়ার স্টারমার।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন,‘আপনারা আমাদের ক্ষমতায় আনতে ভোট দিয়েছেন। আমরা এই ভোট পরিবর্তনের জন্য ব্যবহার করব। রাজনীতিতে সেবা ও সম্মান ফিরিয়ে আনার জন্য ব্যবহার করব। অযোগ্যদের শাসনামলের অবসান হলো এর মধ্যে দিয়ে। আপনাদের জীবনকে আরও সহজ এবং দেশকে ঐক্যবদ্ধ করতে এই ভোট কাজে লাগাব।’তিনি আরও বলেন, ‘চার জাতি আবার একসঙ্গে দাঁড়িয়েছে। আমরা অতীতে অসংখ্যবার অস্থির বিশ্বের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেসব সমস্যা মোকাবিলা করেছি। স্থির এবং ধৈর্যশীলতার সঙ্গে দেশকে নতুন করে গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে আমি আপনাদের সবাকে আমন্ত্রণ জানাচ্ছি এই সেবামূলক সরকারে যোগ দিতে, জাতীয় নবায়নের মিশনে।’সবিশেষে তিনি বলেন, ‘আমাদের কাজ জরুরি এবং আমরা আজই তা শুরু করছি। আপনাকে অনেক ধন্যবাদ।’তিনি যুক্ত করেন, ‘পরিবর্তনের কাজ অবিলম্বে শুরু হয়, তবে কোনো সন্দেহ নেই, আমরা ব্রিটেনকে পুনর্গঠন করব।’
এর আগে, ঋষি সুনাক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন।
যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো দুটি আসনের ফল প্রকাশ বাকি। যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।
কে এই কিয়ার স্টারমার ঃ কিয়ার স্টারমারের জন্ম লন্ডনে। ৬১ বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে এর সুফল পেলেন তিনি। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ। ভরসা করার মতো রাজনীতিবিদ। সমালোচকদের অনেকের মতে,স্টারমার চৌকস নন,বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিক। রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলার। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি। ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় অবদান রাখায় ‘নাইট’ উপাধি পেয়েছেন স্টারমার।
আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইনপ্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।