ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে বিক্ষোভ-অবরোধ,শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৮০ বার পঠিত

কোটা সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবারও সারাদেশে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে,সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই শুরু হয় ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। তাদের অনেকের মাথায় পতাকা বাঁধা আবার অনেকের হাতে পতাকা। এদের কারো কারো হাতে বাঁশের লাঠি, কাঠ দেখা গেছে। এছাড়া চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা,কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ করা হয়,বাড্ডা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
অপরদিকে কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় অবরোধে অংশ নিয়েছেন বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও রাজশাহী,পাবনা,রংপুর,চট্টগ্রাম,খুলনাসহ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। ছাত্ররীগের হামলার ঘটনাও ঘটেছে অনেক স্থানে। চরম উত্তেজনা বিরাজ করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এমন্যাস্ট্রি ইন্টারন্যাশনাল।

ট্যাগস :

সারাদেশে বিক্ষোভ-অবরোধ,শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৬:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবারও সারাদেশে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে,সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই শুরু হয় ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। তাদের অনেকের মাথায় পতাকা বাঁধা আবার অনেকের হাতে পতাকা। এদের কারো কারো হাতে বাঁশের লাঠি, কাঠ দেখা গেছে। এছাড়া চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা,কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ করা হয়,বাড্ডা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
অপরদিকে কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় অবরোধে অংশ নিয়েছেন বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও রাজশাহী,পাবনা,রংপুর,চট্টগ্রাম,খুলনাসহ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। ছাত্ররীগের হামলার ঘটনাও ঘটেছে অনেক স্থানে। চরম উত্তেজনা বিরাজ করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এমন্যাস্ট্রি ইন্টারন্যাশনাল।