ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারপিটে স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৬২ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া মধ্যপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলা ও মারপিটে স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন চৌবাড়িয়া মধ্যপাড়া মহল্লার গোলাম মোস্তফা (৬০),তার স্ত্রীমরিয়ম খাতুন (৫২) ও নিকটাত্মীয় হালিমা খাতুন (৫৫)। এ বিষয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়েছে।
অভিযোগে জানা গেছে,চৌবাড়িয়া মধ্যপাড়া মহল্লার গোলাম মোস্তফা তার বাড়িতে পাকা ভবন নিমূাণ কাজ করছেন। গত ১ ডিসেম্বর বিকেল ৩টার দিকে গোলাম মোস্তফার নির্মাণাধীন বিল্ডিং থেকে বাতাসের সাহায্যে প্রতিবেশী হাসিনুর রহমানের বাড়িতে বালু গিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসিনুর গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোলাম মোস্তফার বাড়িতে ঢুকে তার ও তার স্ত্রীসহ অন্যদের মারপিট করে আহত করেন। অন্যান্য প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে ভাঙ্গুা থানায় একি মামলা হয়েছে। আসামীরা গোলাম মোস্তফা ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে মর্মে অভিযোগ করেছেন গোলাম মোস্তফা।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারপিটে স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত

আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া মধ্যপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলা ও মারপিটে স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন চৌবাড়িয়া মধ্যপাড়া মহল্লার গোলাম মোস্তফা (৬০),তার স্ত্রীমরিয়ম খাতুন (৫২) ও নিকটাত্মীয় হালিমা খাতুন (৫৫)। এ বিষয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়েছে।
অভিযোগে জানা গেছে,চৌবাড়িয়া মধ্যপাড়া মহল্লার গোলাম মোস্তফা তার বাড়িতে পাকা ভবন নিমূাণ কাজ করছেন। গত ১ ডিসেম্বর বিকেল ৩টার দিকে গোলাম মোস্তফার নির্মাণাধীন বিল্ডিং থেকে বাতাসের সাহায্যে প্রতিবেশী হাসিনুর রহমানের বাড়িতে বালু গিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসিনুর গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোলাম মোস্তফার বাড়িতে ঢুকে তার ও তার স্ত্রীসহ অন্যদের মারপিট করে আহত করেন। অন্যান্য প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে ভাঙ্গুা থানায় একি মামলা হয়েছে। আসামীরা গোলাম মোস্তফা ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে মর্মে অভিযোগ করেছেন গোলাম মোস্তফা।