ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিঃশর্ত ক্ষমা চাইলেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩৫০ বার পঠিত

সংসদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে অবস্থান করবেন,তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ তাঁর বক্তব্যের বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
মিজানুর রহমান সবুজের আইনজীবী মকিবুল ইসলাম লাভলু জানান,ব্যাখ্যায় সবুজ তাঁর বক্তব্য ভুল বলে স্বীকার করে আদঅলতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
গত শনিবার (২ ডিসেম্বর) আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে চাটমোহরে এক পথসভায় সবুজ বলেন,‘পাবনা-৩ আসনে মকবুল চাচা (আওয়ামী লীগ প্রার্থী মোঃ মকবুল হোসেন) ছাড়া কেউ ভোট করতে পারবেনা। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন,ভবিষ্যতে যুবলীগ,আওয়ামীলীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না।’
এরপর রবিবার (৩ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাক অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসায় আদালত স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ জারি করেন।

ট্যাগস :

নিঃশর্ত ক্ষমা চাইলেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

সংসদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে অবস্থান করবেন,তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ তাঁর বক্তব্যের বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
মিজানুর রহমান সবুজের আইনজীবী মকিবুল ইসলাম লাভলু জানান,ব্যাখ্যায় সবুজ তাঁর বক্তব্য ভুল বলে স্বীকার করে আদঅলতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
গত শনিবার (২ ডিসেম্বর) আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে চাটমোহরে এক পথসভায় সবুজ বলেন,‘পাবনা-৩ আসনে মকবুল চাচা (আওয়ামী লীগ প্রার্থী মোঃ মকবুল হোসেন) ছাড়া কেউ ভোট করতে পারবেনা। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন,ভবিষ্যতে যুবলীগ,আওয়ামীলীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না।’
এরপর রবিবার (৩ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাক অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসায় আদালত স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ জারি করেন।