চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুই নারী খোয়ালেন ২২ হাজার টাকা
- আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩৪ বার পঠিত
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা চোর বা পকেটমারের উপদ্রব বেড়েছে। প্রায়
দিনই চিকিৎসা নিতে আসা মহিলা রোগিরা তাদের খপ্পড়ে পড়ে টাকাসহ গহনা খোয়াচ্ছেন। কিন্তু
কোন প্রতিকার মিলছেনা।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসা নিতে
আসা দুই নারী রোগি ২২ হাজার টাকা খুঁইয়েছেন। উপজেলার মথুরাপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে
আসেন মৃত বদিউজ্জামানের স্ত্রী মমতাজ বেগম (৫০)। তিনি ডাক্তার দেখানোর জন্য টিকেট
কাউন্টারে টিকেট কাটতে লাইনে দঁড়ান। ভিড়ের মধ্যে তার ভ্যানিটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা
হাতিয়ে নেয় মহিলঅ চোরচক্র। একইভাবে ২ হাজার ২৫০ টাকা খোয়ান ভাঙ্গুড়া উপজেলার শাহনগর
গ্রামের সুরুত আলীর মেয়ে সুমাইয়া খাতুন (১৮)। দু’জনেই বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প.
কর্মকর্তা ও থানা পুলিশকে জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,আমরা রোগিদের
নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আজকের (বুধবার) ঘটনার সিসিটিভি ফুটেজ থানা পুলিশকে
দেওয়া হয়েছে। আমরা রোগিদের আরো সতর্ক থাকার পরাশর্শ দিচ্ছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা বলেন,অভিযোগ পেয়েছি। আমরা
সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত করছি। চোর বা পকেটমার সনাক্ত করার চেষ্টা করছি।