ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

চাটমোহরে প্রতিপক্ষের মারপিটে কৃষকলীগ নেতা আহত

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৩৩৫ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে প্রতিপক্ষের বেধরক মারপিটে আহত হয়েছেন উপজেলা কৃষকলীগের গণবিষয়ক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (৩৮)। তিনি ওই গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে। আহত জহুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পাবনায় স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সাথে কথা বলেছেন।
অভিযোগে জানা গেছে,ধানকুনিয়া গ্রামের বিএনপি নেতা মোঃ মানিক হোসেনকে সম্প্রতি পুলিশ নাশকতা মামলায় আটক করে জেলহাজতে পাঠায়। জামিনে ছাড়া পেয়ে মানিক ও তার পরিবারের সদস্যরা এজন্য জহুরুলকে দায়ী করেন। বৃহস্পতিবার সকালে জহুরুল বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মানিক,শামসুল,নিজাম,আঃ রশিদসহ অন্যরা জহুরুলকে ধরে বেদম মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা বলেন,বিএনপির দুর্বৃত্তরা জহুরুলকে মারপিট করে আহত করেছে। আমি তাদের গ্রেফতারের দাবি করছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান,ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

চাটমোহরে প্রতিপক্ষের মারপিটে কৃষকলীগ নেতা আহত

আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে প্রতিপক্ষের বেধরক মারপিটে আহত হয়েছেন উপজেলা কৃষকলীগের গণবিষয়ক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (৩৮)। তিনি ওই গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে। আহত জহুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পাবনায় স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সাথে কথা বলেছেন।
অভিযোগে জানা গেছে,ধানকুনিয়া গ্রামের বিএনপি নেতা মোঃ মানিক হোসেনকে সম্প্রতি পুলিশ নাশকতা মামলায় আটক করে জেলহাজতে পাঠায়। জামিনে ছাড়া পেয়ে মানিক ও তার পরিবারের সদস্যরা এজন্য জহুরুলকে দায়ী করেন। বৃহস্পতিবার সকালে জহুরুল বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মানিক,শামসুল,নিজাম,আঃ রশিদসহ অন্যরা জহুরুলকে ধরে বেদম মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা বলেন,বিএনপির দুর্বৃত্তরা জহুরুলকে মারপিট করে আহত করেছে। আমি তাদের গ্রেফতারের দাবি করছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান,ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।