ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সিটি ডায়াগনস্টিক

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ২০৭ বার পঠিত

জমকালোআয়োজনে পাবনার চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বালুচর খেলার মাঠে টুর্ণামেন্টের র‌্যাংকিং,নন র‌্যাকিং ও মিশ্র দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে র‌্যাংকিং গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। এই দলের ওয়াহিদুল ও শুভ ২-০ সেটে পরাজিত করে সোয়াদ ও ঝুমুরের দল টিম আর স্কয়ারকে।
অপরদিকে নন র‌্যাংকিংয়ে সিটি ডায়াগনস্টিকের অন্তর ও মোহন জুটি ২-১ সেটে পরাজিত করে সৌফিন ও তোহা জুটির কুষ্টিয়া ব্যাডমিন্টন একাডেমিকে। এছাড়া মিশ্র দ্বৈতে সোয়াদ-উর্মি জুটি ২-১ সেটে পরাজিত করে ঝুমুর-স্মৃতি জুটিকে।
চাটমোহর ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় জুনিয়র দলের কোচ ইঞ্জিনিয়ার মীর সারওয়ার আলম। প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেনের ছেলে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। এসময় ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ,চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,আঃ সালাম সরকার,পৌরসভার কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না,পৌর কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,আঃ বারী,তৌহিদুল ইসলাম তাইজুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে র‌্যাংকিং ৮টি,নন র‌্যাংকিং ৮টি দল অংশ নেয়। দেশের ব্যাডমিন্টন র‌্যাংকিং-এ সেরা খেলোয়াড়রা এ টুর্ণামেন্টে অংশ নেন। উপজেলা পর্যায়ে এ ধরনের টুর্ণামেন্ট এই প্রথম।

ট্যাগস :

চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সিটি ডায়াগনস্টিক

আপডেট সময় : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

জমকালোআয়োজনে পাবনার চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বালুচর খেলার মাঠে টুর্ণামেন্টের র‌্যাংকিং,নন র‌্যাকিং ও মিশ্র দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে র‌্যাংকিং গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। এই দলের ওয়াহিদুল ও শুভ ২-০ সেটে পরাজিত করে সোয়াদ ও ঝুমুরের দল টিম আর স্কয়ারকে।
অপরদিকে নন র‌্যাংকিংয়ে সিটি ডায়াগনস্টিকের অন্তর ও মোহন জুটি ২-১ সেটে পরাজিত করে সৌফিন ও তোহা জুটির কুষ্টিয়া ব্যাডমিন্টন একাডেমিকে। এছাড়া মিশ্র দ্বৈতে সোয়াদ-উর্মি জুটি ২-১ সেটে পরাজিত করে ঝুমুর-স্মৃতি জুটিকে।
চাটমোহর ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় জুনিয়র দলের কোচ ইঞ্জিনিয়ার মীর সারওয়ার আলম। প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেনের ছেলে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। এসময় ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ,চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,আঃ সালাম সরকার,পৌরসভার কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না,পৌর কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,আঃ বারী,তৌহিদুল ইসলাম তাইজুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে র‌্যাংকিং ৮টি,নন র‌্যাংকিং ৮টি দল অংশ নেয়। দেশের ব্যাডমিন্টন র‌্যাংকিং-এ সেরা খেলোয়াড়রা এ টুর্ণামেন্টে অংশ নেন। উপজেলা পর্যায়ে এ ধরনের টুর্ণামেন্ট এই প্রথম।