ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে চমকে দিলো যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৮০ বার পঠিত

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চমকে দিলো যুক্তরাষ্ট্র। ১৯ রান তাড়ায় ইফতেখার-ফখর ব্যাটিং করতে আসেন শুরুতে। প্রথম বলে ওয়াইড করেন সৌরভ। কিন্তু ইফেতখার জায়গা থেকে সরে মারতে যাওয়ায় আর ওয়াইড হয়নি। দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে চার হাঁকান ইফেতখার। পরের বল আবার ওয়াইড করেন সৌরভ। এবার আর জায়গা থেকে সরেননি ইফতেখার। অতিরিক্ত ১ রান পায় পাকিস্তান। তৃতীয় বলে মারতে গিয়ে ধরা পড়েন ইফতেখার। লঙ অফ থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন মিলিন্দ। এরপর শাদাব এসে ৩ বলে ৭ রান করেন।
পাকিস্তান হারে ৫ রানে। অপর ব্যাটার ফখর ১ বলও খেলতে পারেননি। আমির এলোমেলো বোলিং করলেও সৌরভ মাত্র ১৩ রান দেন। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র সমান রান করে ৩ উইকেটে। মোনাঙ্ক সর্বোচ্চ ৫০ রান করেন। ৩৬ রানে জোন্স ও ১৪ রানে নিতীশ অপরাজিত ছিলেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। আমিরের এলোমেলো বোলিংয়ে এখানেও পারেনি গতবারের রানার্সআপ পাকিস্তান।
সুপার ওভারে এলোমেলো আমির, ৩ ওয়াইডসহ দিয়েছেন ১৮ রান। পাকিস্তানকে জয়ের জন্য ১৯ রান করতে হবে। আমিরের প্রথম বলেই চার হাঁকান জোন্স। পরের পাঁচ বলে কোনো বাউন্ডারি না এলেও যুক্তরাষ্ট্র ১৪ রান নেয়। তাতে আমিরের অবদানই বেশি। ওয়াইড দিয়েছেন ৩টি, অতিরিক্ত রান আসে ৭টি।

ট্যাগস :

পাকিস্তানকে হারিয়ে চমকে দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চমকে দিলো যুক্তরাষ্ট্র। ১৯ রান তাড়ায় ইফতেখার-ফখর ব্যাটিং করতে আসেন শুরুতে। প্রথম বলে ওয়াইড করেন সৌরভ। কিন্তু ইফেতখার জায়গা থেকে সরে মারতে যাওয়ায় আর ওয়াইড হয়নি। দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে চার হাঁকান ইফেতখার। পরের বল আবার ওয়াইড করেন সৌরভ। এবার আর জায়গা থেকে সরেননি ইফতেখার। অতিরিক্ত ১ রান পায় পাকিস্তান। তৃতীয় বলে মারতে গিয়ে ধরা পড়েন ইফতেখার। লঙ অফ থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন মিলিন্দ। এরপর শাদাব এসে ৩ বলে ৭ রান করেন।
পাকিস্তান হারে ৫ রানে। অপর ব্যাটার ফখর ১ বলও খেলতে পারেননি। আমির এলোমেলো বোলিং করলেও সৌরভ মাত্র ১৩ রান দেন। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র সমান রান করে ৩ উইকেটে। মোনাঙ্ক সর্বোচ্চ ৫০ রান করেন। ৩৬ রানে জোন্স ও ১৪ রানে নিতীশ অপরাজিত ছিলেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। আমিরের এলোমেলো বোলিংয়ে এখানেও পারেনি গতবারের রানার্সআপ পাকিস্তান।
সুপার ওভারে এলোমেলো আমির, ৩ ওয়াইডসহ দিয়েছেন ১৮ রান। পাকিস্তানকে জয়ের জন্য ১৯ রান করতে হবে। আমিরের প্রথম বলেই চার হাঁকান জোন্স। পরের পাঁচ বলে কোনো বাউন্ডারি না এলেও যুক্তরাষ্ট্র ১৪ রান নেয়। তাতে আমিরের অবদানই বেশি। ওয়াইড দিয়েছেন ৩টি, অতিরিক্ত রান আসে ৭টি।