ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা Logo চাটমোহর এম এ আউয়াল ছাইকোলা টেকনিক্যাল এন্ড বিএমআই’র শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন Logo আগস্টে সড়কে ঝরল ৪৭৬ প্রাণ! Logo চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বের করে দিয়েছে এলাকাবাসী Logo জাতীয়তাবাদী প্রচার দলে ১৪ জনকে অন্তর্ভুক্ত Logo চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo চাটমোহরে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ ও জাল পোড়াল প্রশাসন Logo সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ Logo ডিমসিদ্ধ করতে গিয়ে ঈশ্বরদীতে ইলেকট্রিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড Logo নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী

রূপপুর পারমাণবিকে কাজাখ নাগরিকের খুনের ঘটনায় বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৫৭ বার পঠিত

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটিতে কাজাখস্তানের নাগরিক শেভেট্স ভ্লাদিমির (৫০) খুনের ঘটনায় পাবনা আদালতে এক বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) পাবনা জেলা ও দায়রা জজ ওলিউল ইসলাম বেলরুশের নাগরিক মাতাভিয়েভ ভ্লাদিমিরের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর দুই বেলারুশীয় নাগরিক উরবানোভিচাস ভিতালি ও ফেডারোভিচ গেনেডিকে মুক্তি দেওয়া হয়েছে। আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোকলেছুর রহমান বিশ্বাস আমাদের বড়ালকে কারাদন্ডাদেশের খবর নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে ২০২২ সালের ২৬ মার্চ গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ১০৬ নম্বর ফ্লাটে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তানের নাগরিকদের মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে বেলারুশের নাগরিকদের ধারালো উপুর্যপরি ছুরির আঘাতে কাজাখস্তানের নাগরিক শেভেট্স ভ্লাদিমির নিহত হয়। এসময় কাজাখস্তানের নাগরিক বেরেজনয় অ্যান্ড্রেও আহত হয় । নিহত শেভেট্স ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমথ ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিকিমথ কোম্পানীর পরিচালক ভেদোরোভ ইউরোন এই হত্যাকান্ডের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং মামলার বাদী ছিলেন। এই হত্যাকান্ডের ঘটনায় মাতাভিয়েভ ভ্লাদিমির উরবানোভিচাস ভিতালি ও ফেডারোভিচ গেনেডি নামে তিন বেলারুশ নাগরিককে পুলিশ আটক করে। এরা সকলেই ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেম কোম্পনীতে কর্মরত ছিলেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এ্যডিভোকেট আবউস সামাদ খান রতন। বিবাদী পক্ষে আরও ছিলেন এ্যাডভোকেট হেদায়েতুল হক।

ট্যাগস :

রূপপুর পারমাণবিকে কাজাখ নাগরিকের খুনের ঘটনায় বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটিতে কাজাখস্তানের নাগরিক শেভেট্স ভ্লাদিমির (৫০) খুনের ঘটনায় পাবনা আদালতে এক বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) পাবনা জেলা ও দায়রা জজ ওলিউল ইসলাম বেলরুশের নাগরিক মাতাভিয়েভ ভ্লাদিমিরের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর দুই বেলারুশীয় নাগরিক উরবানোভিচাস ভিতালি ও ফেডারোভিচ গেনেডিকে মুক্তি দেওয়া হয়েছে। আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোকলেছুর রহমান বিশ্বাস আমাদের বড়ালকে কারাদন্ডাদেশের খবর নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে ২০২২ সালের ২৬ মার্চ গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ১০৬ নম্বর ফ্লাটে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তানের নাগরিকদের মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে বেলারুশের নাগরিকদের ধারালো উপুর্যপরি ছুরির আঘাতে কাজাখস্তানের নাগরিক শেভেট্স ভ্লাদিমির নিহত হয়। এসময় কাজাখস্তানের নাগরিক বেরেজনয় অ্যান্ড্রেও আহত হয় । নিহত শেভেট্স ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমথ ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিকিমথ কোম্পানীর পরিচালক ভেদোরোভ ইউরোন এই হত্যাকান্ডের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং মামলার বাদী ছিলেন। এই হত্যাকান্ডের ঘটনায় মাতাভিয়েভ ভ্লাদিমির উরবানোভিচাস ভিতালি ও ফেডারোভিচ গেনেডি নামে তিন বেলারুশ নাগরিককে পুলিশ আটক করে। এরা সকলেই ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেম কোম্পনীতে কর্মরত ছিলেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এ্যডিভোকেট আবউস সামাদ খান রতন। বিবাদী পক্ষে আরও ছিলেন এ্যাডভোকেট হেদায়েতুল হক।