ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুজানগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২৬ বার পঠিত

পাবনার সুজানগরে নূরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাচুরী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আবদুর রশিদ খানের ছেলে।
সুজানগর থানার ডিউটি অফিসার আলম হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে এলাকাবাসী ওই গাছে নূরুল ইলামের লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এলাবাসীর বরাত দিয়ে জানান, ওই নূরুল ইসলাম বিভিন্ন ব্যক্তির নিকট ঋণ ছিলেন। ধারণা করা হচ্ছে হয়তো সে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন একসময় ওই গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অথবা পাওনাদারা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :

সুজানগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

পাবনার সুজানগরে নূরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাচুরী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আবদুর রশিদ খানের ছেলে।
সুজানগর থানার ডিউটি অফিসার আলম হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে এলাকাবাসী ওই গাছে নূরুল ইলামের লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এলাবাসীর বরাত দিয়ে জানান, ওই নূরুল ইসলাম বিভিন্ন ব্যক্তির নিকট ঋণ ছিলেন। ধারণা করা হচ্ছে হয়তো সে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন একসময় ওই গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অথবা পাওনাদারা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।