এমপি আসবেন তাই..!
- আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পঠিত
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের এমপি আলহাজ¦ মোঃ মকবুল হোসেনের একটি কর্মসূচির কারণে চাটমোহর উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বুধবার কোন ক্লাস হয়নি। অঘোষিত ছুটি ছিল এসকল প্রতিষ্ঠানে।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন আজ বুধবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা গুমানী নদীর ব্রিজ হতে নিমাইচড়া ইউনিয়নের বওশা ব্রিজ পর্যন্ত সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করেন। এজন লাঙ্গলমারা হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্য অনুষ্ঠানে আসবেন এজন্য ছাইকোলা বাজার থেকে লাঙ্গলমারা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে স্কুল,কলেজ আর মাদ্রাসার শিক্ষার্থীদের বৈরি আবহাওয়ার মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় এমপি-কে। ছাইকোলা ডিগ্রী কলেজ,ছাইকোলা উচ্চ বিদ্যালয়,ছাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,লাঙ্গলমারা ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসা,লাঙ্গলমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাঙ্গলমারা হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সড়কের দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্খনা জানান সংসদ সদস্যকে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী দাঁড়িয়ে ছিলেন। এদিন কোন শিক্ষাপ্রতিষ্ঠানেই কোন ক্লাস হয়নি বলে জানায় শিক্ষার্থীরা।
এ বিষয়ে ছাইকোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম বলেন,আমরা শুধু ফুলের তোড়া দিয়ে এমপি মহোদয়কে অভ্যর্থনা জানাতে চেয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরা এমপি সাহেবকে দেখবে বলে বের হয়ে লাইনে দাঁড়িয়ে ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী জানান,এমপি মহোদয়ের কর্মসূচি,স্কুলের ক্লাস বন্ধ বা অর্ভ্যথনার বিষয়টি তার জানা নেই। কেউ তাকে বিষয়টি বলেননি বলে জানান এই কর্মকর্তা।