ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদী সরকারি কলেজের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পঠিত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী, মাদক কারবারি ও সেবনকারীদের চলাচল নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম রবিউল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
পরে শহরের রেলগেট এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ঈশ্বরদী সরকারী কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী স্বতঃফুর্তভাবে অংশ গ্রহণ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ছাত্রদের উপর গুলিবর্ষণের সাথে জড়িতদের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ও তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। এছাড়াও সম্প্রতি বিভিন্ন স্কুলে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করতে নিষেধ করে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ করার জন্য আহবান জানানো হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, নানা মহল তাদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহারের চেষ্টা করছে। আমরা নিজেদের সমন্বয়ক দাবিও করছি না এবং যারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে তাদের সাথে আমাদের কোন সম্পর্কও নাই। যদি সমন্বয়ক পরিচয়ে কেউ কোন অন্যায়ে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধের প্রশাসনকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
কর্মসুচি শেষে গুলি বর্ষণে জড়িতদের শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অভিযোগ স্মারকলিপি আকারে পাওয়া গেছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য স্মারকলিপিটি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

ঈশ্বরদী সরকারি কলেজের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১১:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী, মাদক কারবারি ও সেবনকারীদের চলাচল নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম রবিউল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
পরে শহরের রেলগেট এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ঈশ্বরদী সরকারী কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী স্বতঃফুর্তভাবে অংশ গ্রহণ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ছাত্রদের উপর গুলিবর্ষণের সাথে জড়িতদের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ও তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। এছাড়াও সম্প্রতি বিভিন্ন স্কুলে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করতে নিষেধ করে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ করার জন্য আহবান জানানো হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, নানা মহল তাদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহারের চেষ্টা করছে। আমরা নিজেদের সমন্বয়ক দাবিও করছি না এবং যারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে তাদের সাথে আমাদের কোন সম্পর্কও নাই। যদি সমন্বয়ক পরিচয়ে কেউ কোন অন্যায়ে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধের প্রশাসনকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
কর্মসুচি শেষে গুলি বর্ষণে জড়িতদের শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অভিযোগ স্মারকলিপি আকারে পাওয়া গেছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য স্মারকলিপিটি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।