ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরের পবাখালী হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৭৩ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইদুল ইসলাম ক্ষমতার দাপটে প্রধান শিক্ষকের পদ দখল করাসহ জাল সনদে চাকুরী,বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্যকরন,বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিতি ও বিদ্যালয়ের নামে সরকারি অনুদান টিআর,কাবিখা প্রকল্প নিয়ে অর্থ আত্মসাত করেছেন। তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে পবাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,২০০৭ সালে আফছার আলী অবসরে যাওয়ার পর প্রায় তিনবছর স্কুল বন্ধ ছিল। পরে এলাকার লোকজন এবং স্কুল সংশ্লিষ্টরা আমাকে প্রধান শিক্ষক হিসেব নিয়োগ দেয়। ২০২২ সালে স্কুলটি এমপিও ভুক্ত হলেও আমার এখনও বেতন হয়নি। আর শিক্ষক নিয়োগ তো ম্যানেজিং কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর দেয়। এছাড়া স্কুলের কোনো আয়ও নেই। তাহলে দূর্নীতি করলাম কীভাবে? বরং ব্যক্তিগত টাকা খরচ করে স্কুল চালিয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্যাগস :

চাটমোহরের পবাখালী হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইদুল ইসলাম ক্ষমতার দাপটে প্রধান শিক্ষকের পদ দখল করাসহ জাল সনদে চাকুরী,বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্যকরন,বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিতি ও বিদ্যালয়ের নামে সরকারি অনুদান টিআর,কাবিখা প্রকল্প নিয়ে অর্থ আত্মসাত করেছেন। তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে পবাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,২০০৭ সালে আফছার আলী অবসরে যাওয়ার পর প্রায় তিনবছর স্কুল বন্ধ ছিল। পরে এলাকার লোকজন এবং স্কুল সংশ্লিষ্টরা আমাকে প্রধান শিক্ষক হিসেব নিয়োগ দেয়। ২০২২ সালে স্কুলটি এমপিও ভুক্ত হলেও আমার এখনও বেতন হয়নি। আর শিক্ষক নিয়োগ তো ম্যানেজিং কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর দেয়। এছাড়া স্কুলের কোনো আয়ও নেই। তাহলে দূর্নীতি করলাম কীভাবে? বরং ব্যক্তিগত টাকা খরচ করে স্কুল চালিয়েছেন বলে দাবি করেন তিনি।