ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩০ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিল শেষে স্টার মোড় এলাকায় প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক,মুলগ্রাম ইউনিয়ন ছাত্রেদলের সভাপতি রনি হোসেন,ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন,সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,যে মামলায় আরিফকে আসামি করা হয়েছে সে ঘটনার সাথে তিনি জড়িত নন। ঘটনার দিন আরিফ চাটমোহরে ছিলেন না, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অথচ সেই মামলায় তাকে আসামী করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক। তাই অনতিবিলম্বে আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য,পূর্ববিরোধের জেরে গত ১৩ সেপ্টেম্বর রাত দশটার দিকে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর আহত ফারুকের বড় ভাই মাসুদ রানা বাবু বাদি হয়ে চাটমোহর থানায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।

ট্যাগস :

ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিল শেষে স্টার মোড় এলাকায় প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক,মুলগ্রাম ইউনিয়ন ছাত্রেদলের সভাপতি রনি হোসেন,ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন,সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,যে মামলায় আরিফকে আসামি করা হয়েছে সে ঘটনার সাথে তিনি জড়িত নন। ঘটনার দিন আরিফ চাটমোহরে ছিলেন না, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অথচ সেই মামলায় তাকে আসামী করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক। তাই অনতিবিলম্বে আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য,পূর্ববিরোধের জেরে গত ১৩ সেপ্টেম্বর রাত দশটার দিকে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর আহত ফারুকের বড় ভাই মাসুদ রানা বাবু বাদি হয়ে চাটমোহর থানায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।