ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে আলোকিত মানুষ হওয়া বেশি প্রয়োজন’ :পাবনা জেলা প্রশাসক

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৭৭ বার পঠিত

পাবনার জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান বলেছেন,সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত এবং আলোকিত মানুষের বড় অভাব। শিক্ষিত মানুষ হয়তো শুধু তার দৈনন্দিন জীবনে সফলতা বয়ে আনতে পারে। আর একজন সুশিক্ষিত এবং আলোকিত মানুষ দৈনন্দিন জীবনের পাশাপাশি দেশের সময়োপযোগী উন্নয়ন তথা বর্তমান সরকারের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেতে পারে। সুতরাং শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে আলোকিত মানুষ হওয়া বেশি প্রয়োজন। আজ মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক উপস্থিত জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে আরো বলেন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু বক্তব্য বিবৃতি দিলে হবেনা। বক্তব্য বিবৃতির সাথে কাজের মিল থাকলে তবেই এদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। সেই সঙ্গে জেলা প্রশাসক আসাদুজ্জামান তার বক্তৃতায় দেশের যেকোন উন্নয়ন কর্মকান্ডে পুরুষের পাশাপাশি নারীদেরকে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। কেননা দেশের বৃহৎ জনগোষ্ঠী নারী। কাজেই এই বৃহৎ জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশের কাঙ্খিত উন্নয়ন করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আখতারুজ্জামান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। সভায় জেলা প্রশাসকের জীবনালেখ্য এবং সুজানগরের ইতিহাস এবং ঐতিহ্য উস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান মোঃ মনসুর আলী। এর আগে জেলা প্রশাসক আসাদুজ্জামান উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন।

ট্যাগস :

শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে আলোকিত মানুষ হওয়া বেশি প্রয়োজন’ :পাবনা জেলা প্রশাসক

আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

পাবনার জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান বলেছেন,সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত এবং আলোকিত মানুষের বড় অভাব। শিক্ষিত মানুষ হয়তো শুধু তার দৈনন্দিন জীবনে সফলতা বয়ে আনতে পারে। আর একজন সুশিক্ষিত এবং আলোকিত মানুষ দৈনন্দিন জীবনের পাশাপাশি দেশের সময়োপযোগী উন্নয়ন তথা বর্তমান সরকারের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেতে পারে। সুতরাং শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে আলোকিত মানুষ হওয়া বেশি প্রয়োজন। আজ মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক উপস্থিত জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে আরো বলেন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু বক্তব্য বিবৃতি দিলে হবেনা। বক্তব্য বিবৃতির সাথে কাজের মিল থাকলে তবেই এদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। সেই সঙ্গে জেলা প্রশাসক আসাদুজ্জামান তার বক্তৃতায় দেশের যেকোন উন্নয়ন কর্মকান্ডে পুরুষের পাশাপাশি নারীদেরকে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। কেননা দেশের বৃহৎ জনগোষ্ঠী নারী। কাজেই এই বৃহৎ জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশের কাঙ্খিত উন্নয়ন করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আখতারুজ্জামান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। সভায় জেলা প্রশাসকের জীবনালেখ্য এবং সুজানগরের ইতিহাস এবং ঐতিহ্য উস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান মোঃ মনসুর আলী। এর আগে জেলা প্রশাসক আসাদুজ্জামান উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন।