চাটমোহরে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ
- আপডেট সময় : ০৪:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১২৪ বার পঠিত
পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদুয়ানুল হালিম শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান,শুক্রবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চিকনাই নদীর কাঠগড়[া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এসময় সোঁতি বাঁধ স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন।
এদিকে এলাকাবাসি অভিযোগ সূত্রে জানা গেছে,চিকনাই নদীতে একাধি সোঁতিবাঁধ স্থাপন করেছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী। যেগুলো অপসারণ করা জরুরী। জানা যায়,চিকনাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়্যে স্থাপনা নির্মান করে সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন আরো জানান,সোঁতি বাঁধের বিরুদ্ধে এ অভিযান চলামান থাকবে।