পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত,আজ নিবার্চন
- আপডেট সময় : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পঠিত
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের মধ্যে মর্যাদাবান সাংবাদিকদের ঐক্য সুসংহত করা ও ভুয়া, প্রতারক ও সাংবাদিকনামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধ ২০২৪ সালের জুলাই আগষ্ট গনঅভুত্থ্যানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় সম্পাদকের ও অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। কল্যান সম্পাদকের রির্পোট পেশ করেন কল্যান সম্পাদক রফিকুল ইসলাম সুইট।
এ সব রির্পোট নিয়ে বিস্তারিত আলোচনা করেন,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি,সদস্য আব্দুল মতীন খান,সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ,রাজিউর রহমান রুমী,আখতারুজ্জামান আখতার,আহমেদ উল হক রানা, আব্দুল হামিদ খান,ছিফাত রহমান সনম,জহুরুল ইসলাম,কামাল আহমেদ সিদ্দিকী, কৃষ্ণ ভৌমিক,কাজী মাহবুব মোর্শেদ বাবলা,সৈয়দ আকতারুজ্জামান রুমী পাপুল, নরেশ মধু,জি কে সাদী,আহমেদ হুমায়ুন কবীর তপু,মাহফুজ আলম,রিজভী জয় প্রমুখ।
বিষদ আলোচনা শেষে গঠনতন্ত্র প্রনয়নের জন্য আব্দুল মতীন খানকে আহবায়ক আখিনুর ইসলাম রেমনকে সদস্য সচিব ও তপু আহমেদকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া পেশকৃত সকল রির্পোট সর্বসম্মতক্রমে গৃহিত হয়।
এদিকে আজ ৬ ডিসেম্বর (শুক্রবার) ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর রাতে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমানের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এতে নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ১৯টি পদের বিপরীতে আগের কমিটির সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ একাধারে পর পর দুইবার সভাপতি ও সম্পাদক নির্বাচিত হওয়ায় এই দুইজন পদাধিকার বলে নির্বাহী সদস্য নিযুক্ত হওয়ায় ভোট হওয়ার কথা ছিল ১৭টি পদে কিন্তু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল (বিবৃতি) এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন (মর্নিং টাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রার্থী করবেন।
প্রার্থীরা হলেন-সভাপতি পদে মীর্জা আজাদ (বার্তা সংস্থা পিপ), রাজিউর রহমান রুমী (মানবজমিন ও একুশে টেলিভিশন), আখতারুজ্জামান আখতার (যুগান্তর ও চ্যানেল আই) ও আহমেদ উল হক রানা (নিউজ ২৪)। সহ-সভাপতি পদে শফি ইসলাম (অর্থনীতি/ফ্রিলান্স),আবুল এহসান এলিচ (ইন্ডিপেন্ডেন্ট),আব্দুল হামিদ খান (বাংলাদেশ টুডে) ছিফাত রহমান সনম (ইছামতি) ও এসএম আলাউদ্দিন (নয়াা দিগন্ত ও ইউএনবি)।
সম্পাদক পদে জহুরুল ইসলাম (আমার দেশ ও দৈনিক দিনকাল),কামাল আহমেদ সিদ্দিকী (ফোকাস বাংলা) ও কৃষ্ণ ভৌমিক (জনকণ্ঠ)। যুগ্ম-সম্পাদক পদে সরোয়ার মোর্শেদ উল্লাস (প্রথম আলো) ও মোখলেছুর রহমান খান বিপ্লব (ইছামতি),অর্থ-সম্পাদক পদে কাজী মাহবুব মোর্শেদ বাবলা (বিবৃতি) ও আবুল কালাম আজাদ (আরটিভি)। ক্রীড়া সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান রাসেল (৭১ টিভি) ও ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি)। কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টিভি) ও সৈয়দ আকতারুজ্জামান রুমী পাপুল (দি ডেইলি ইন্ডাষ্ট্রি ও ঢাকা প্রতিদিন)।
নির্বাহী সদস্য পদে আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন (বাংলার দুত),সুশীল কুমার তরফদার (বাংলাদেশ বেতার),নরেশ মধু (ডেইলি অবজারভার),কানু সান্যাল(বাংলাদেশ পোষ্ট), জি কে সাদী (নাগরিক টিভি),আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস),এস এম মাহবুব আলম (দৈঃ সিনসা), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহিনুর রহমান (চ্যানেল ২৪), আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন) ও মিজানুর রহমান মিজান (বৈশাখী টিভি)।
মীর্জা আজাদ-জহুরুল ইসলামের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করলেও বাকিরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চপ্পু সহ ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা।