বড়াল নদে মাটি কাটা বন্ধ করলো প্রশাসন
- আপডেট সময় : ০৮:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৪৮ বার পঠিত
পাবনার চাটমোহর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বড়াল নদে মাটি কাটাসহ দখলের প্রতিযোগিতা চলছে। বড়াল নদে বিভিন্ন অংশে এখন প্রকাশ্যেই চলছে মাটি কাটা ও দখল। চাটমোহর পুরাতন বাজার এলাকার অদুরে বড়াল নদের বোঁথর এলাকায় প্রকাশ্যে বড়াল নদের মাটি কেটে মাটি তুলছিএেক ব্যক্তি। স্থানীয় সংবাদকর্মীদের কাছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী মাটি কাটা বন্ধ করে দেন। সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী মাটি কাটার বিষয়টি জানার পরপরই ব্যবস্থা গ্রহণ করেন। তিনি তড়িৎ মাটিকাটা বন্ধ করে দেন।
এদিকে বড়াল নদের বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা নদের বিভিন্ন অংশ দখল করে স্থাপনা তৈরি করলেও। বড়াল রক্ষা আন্দোলন কমিটির কোন কর্মসূচি নেই। কমিটির কতিপয় ব্যক্তি এখন সভা,সেমিনার করে দায়িত্ব শেষ করছেন।
প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
দৈনিক আমাদের বড়াল অনলাইনে ‘চাটমোহরে বড়াল নদে মাটি কাটাসহ অবৈধ দখল চলছে” শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশের ব্যাখ্যা দিয়েছেন ফিরোজ কবীর মনি। তিনি দাবি করেছেন,বড়াল নদের মাটি কেটে বাড়ি ভরাট করা হয়নি। কোথাও এ মাটি বিক্রি করা হচ্ছিলনা। মুলত আমার নিজস্ব জমি বড়াল নদের পাড়ে। আমার বাড়ির সীমানায় বৃক্ষ রোপন করার জন্য নদের কিছু পলি মাটি তুলে গাছ লাগানোর ব্যবস্থা করা হচ্ছিল।এ বিষয়টি পত্রপত্রিকায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। প্রশাসন নিষেধ করার সাথে সাথে মাটি তোলা বন্ধ করে দেই। আমি প্রকাশিত সংবাদে বিভ্রান্ত বা আমাকে ভুল না বোঝার আহবান জানাচ্ছি। একইসাথে মুল বিষয়টি তুলে ধরার আহবান জানাচ্ছি।