ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৪৭ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে,উপজেলার খানমরিচ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের জয়নাল আবেদীনের দখলীয় সম্পত্তি ছিল। জয়নাল আবেদীন মারা গেলে তার ৩ ছেলে ও ৬ মেয়ে ওয়ারিশ বিদ্যমান থাকে। জয়নাল আবেদীনের ছেলে রেজাউল করিম (উজ্জল) এর জের ওয়ারিশগণ সাতবাড়ীয় মৌজার আর,এস ১১০ খতিয়ানে ৫০১নং দাগের ৪৪ শতকের কাতে ৭.৩৩ শতক এবং ৫৪৫ নং দাগের ৪১ শতকের কাতে ৬.৮৪ শতক মোট ১৪.১৭ শতক ভুমি গত ২/০৭/২০১৭ তারিখে কবলা দলিল মূলে মোঃ মহসীন আলম,পিতা: মৃত হাজী দেরাজ উদ্দিন সরদার সাং:জয়রামপুর,ভাঙ্গুড়া, পাবনার বরাবর হস্তান্তর করেন এবং সরজমিনে দখল প্রদান করেন। এছাড়া জয়নাল আবেদীনের ৩ কন্যা রোকেয়া খাতুন,ফিরোজা খাতুন ও রওশন আরা আর,এস ১১০ খতিয়ানের ৫০১ দাগের ৪৪ শতকের কাতে ১১.৫২শতক এবং ৫৪৫ দাগের ৪১ শতকের কাতে ১০.৭৩ শতক মোট ২২.২৫ শতক ভূমি গত ২৫/১০/২০১৭ তারিখে কবলা দলীল মূলে মহসীন আলম বরাবর হস্তান্তর করেন এবং সরজমিনে দখল প্রদান করেন।
উক্ত প্রকারে মহসীন আলম আলম মোট ৩৬.৪২ শতক সম্পত্তির স্বত্ববান ও দখলকারক আছেন। মহসীন গত ১৪/০৩/২০১৯ ইং তারিখে উপজেলা ভূমি অফিস,ভাঙ্গুড়া থেকে নামজারি করেন ও সরকারি সেরেস্তায় খাজনা করাদি পরিশোধ করেছেন। জয়নাল আবেদীনের ছেলে ওয়ারিশ ফয়জুল করিম,নজরুল ইসলা ও ফয়জুল করিমের ছেলে রিমন সরকার, নজরুল ইসলামের ছেলে নাজিবুল ইসলাম (অভি) ভাঙ্গুড়া থানা সহকারী জজ আদালতে মহসীন আলমের বিরুদ্ধে একটি মোকাদ্দমা দায়ের করেন। পরবর্তীতে মোকাদ্দমার বাদী পক্ষ রিমন সরকার দিগর উক্ত আদালতে মোকাদ্দমা উত্তোলনের জন্য দরখাস্ত পেশ করেন। বাদীপক্ষগণের আনিত মামলা উত্তোলনের দরখাস্ত গত ৫/৩/২০১৭ তারিখে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন। উক্ত মামলা প্রত্যাহারের পর উক্ত ফয়জুল করিম ও নজরুল ইসলাম দিগর জেলা পাবনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মহসীনের বিরুদ্ধে বাটোয়ারা ২৭২/২০২০ নং মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলা আদালতে বিচারাধীন আছে। অতপর নজরুল ইসলাম দিগর মহসীনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ২নং আদালতে পিটিশন ১৪৮/২৩ মামলা দায়ের করেন। উক্ত পিটিশন মামলায় মহসীন নির্দোষ প্রমাণিত হওয়ায় গত ১৯/০৭/২০২৩ তারিখে খালাস পান। তারপর ফয়জুল করিম ও নজরুল ইসলাম দিগর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আদালতে মহসীন আলমের বিরুদ্ধে পিটিশন ২৫/২০২৩ নং মামলা দায়ের করেন। পি বি আই এর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞ আদালত মহসীনকে মামলার দায় হতে খালাস প্রদান করেন। পরে নজরুল ইসলাম মহসীনের বিরুদ্ধে ফৌ: কা: বিধি: ১৪৪ ধারা মোতাবেক গত ১৭/১০/২০২৩ তারিখে পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আদালতে ৭৪৫/২৩ (ভাঙ্গুড়া) নং পিটিশন মামলা দায়ের করেন। উক্ত পিটিশন মামলার তদন্ত চলমান আছে। এভাবে ফয়জুল করিম (আলো), নজরুল ইসলাম (কিরণ),রিমন সরকার বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলা দিয়ে মহসীন আলমকে নানাভাবে হয়রানি করছে মর্মে অভিযোগ। ভূক্তভোগী মহসীন আলম উপজেলা প্রশাসন,জেলা প্রশাসক ও আইনপ্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এব্যাপারে কথা বলার জন্য ফয়জুল করিম,নজরুল গং এর সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে,উপজেলার খানমরিচ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের জয়নাল আবেদীনের দখলীয় সম্পত্তি ছিল। জয়নাল আবেদীন মারা গেলে তার ৩ ছেলে ও ৬ মেয়ে ওয়ারিশ বিদ্যমান থাকে। জয়নাল আবেদীনের ছেলে রেজাউল করিম (উজ্জল) এর জের ওয়ারিশগণ সাতবাড়ীয় মৌজার আর,এস ১১০ খতিয়ানে ৫০১নং দাগের ৪৪ শতকের কাতে ৭.৩৩ শতক এবং ৫৪৫ নং দাগের ৪১ শতকের কাতে ৬.৮৪ শতক মোট ১৪.১৭ শতক ভুমি গত ২/০৭/২০১৭ তারিখে কবলা দলিল মূলে মোঃ মহসীন আলম,পিতা: মৃত হাজী দেরাজ উদ্দিন সরদার সাং:জয়রামপুর,ভাঙ্গুড়া, পাবনার বরাবর হস্তান্তর করেন এবং সরজমিনে দখল প্রদান করেন। এছাড়া জয়নাল আবেদীনের ৩ কন্যা রোকেয়া খাতুন,ফিরোজা খাতুন ও রওশন আরা আর,এস ১১০ খতিয়ানের ৫০১ দাগের ৪৪ শতকের কাতে ১১.৫২শতক এবং ৫৪৫ দাগের ৪১ শতকের কাতে ১০.৭৩ শতক মোট ২২.২৫ শতক ভূমি গত ২৫/১০/২০১৭ তারিখে কবলা দলীল মূলে মহসীন আলম বরাবর হস্তান্তর করেন এবং সরজমিনে দখল প্রদান করেন।
উক্ত প্রকারে মহসীন আলম আলম মোট ৩৬.৪২ শতক সম্পত্তির স্বত্ববান ও দখলকারক আছেন। মহসীন গত ১৪/০৩/২০১৯ ইং তারিখে উপজেলা ভূমি অফিস,ভাঙ্গুড়া থেকে নামজারি করেন ও সরকারি সেরেস্তায় খাজনা করাদি পরিশোধ করেছেন। জয়নাল আবেদীনের ছেলে ওয়ারিশ ফয়জুল করিম,নজরুল ইসলা ও ফয়জুল করিমের ছেলে রিমন সরকার, নজরুল ইসলামের ছেলে নাজিবুল ইসলাম (অভি) ভাঙ্গুড়া থানা সহকারী জজ আদালতে মহসীন আলমের বিরুদ্ধে একটি মোকাদ্দমা দায়ের করেন। পরবর্তীতে মোকাদ্দমার বাদী পক্ষ রিমন সরকার দিগর উক্ত আদালতে মোকাদ্দমা উত্তোলনের জন্য দরখাস্ত পেশ করেন। বাদীপক্ষগণের আনিত মামলা উত্তোলনের দরখাস্ত গত ৫/৩/২০১৭ তারিখে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন। উক্ত মামলা প্রত্যাহারের পর উক্ত ফয়জুল করিম ও নজরুল ইসলাম দিগর জেলা পাবনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মহসীনের বিরুদ্ধে বাটোয়ারা ২৭২/২০২০ নং মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলা আদালতে বিচারাধীন আছে। অতপর নজরুল ইসলাম দিগর মহসীনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ২নং আদালতে পিটিশন ১৪৮/২৩ মামলা দায়ের করেন। উক্ত পিটিশন মামলায় মহসীন নির্দোষ প্রমাণিত হওয়ায় গত ১৯/০৭/২০২৩ তারিখে খালাস পান। তারপর ফয়জুল করিম ও নজরুল ইসলাম দিগর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আদালতে মহসীন আলমের বিরুদ্ধে পিটিশন ২৫/২০২৩ নং মামলা দায়ের করেন। পি বি আই এর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞ আদালত মহসীনকে মামলার দায় হতে খালাস প্রদান করেন। পরে নজরুল ইসলাম মহসীনের বিরুদ্ধে ফৌ: কা: বিধি: ১৪৪ ধারা মোতাবেক গত ১৭/১০/২০২৩ তারিখে পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আদালতে ৭৪৫/২৩ (ভাঙ্গুড়া) নং পিটিশন মামলা দায়ের করেন। উক্ত পিটিশন মামলার তদন্ত চলমান আছে। এভাবে ফয়জুল করিম (আলো), নজরুল ইসলাম (কিরণ),রিমন সরকার বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলা দিয়ে মহসীন আলমকে নানাভাবে হয়রানি করছে মর্মে অভিযোগ। ভূক্তভোগী মহসীন আলম উপজেলা প্রশাসন,জেলা প্রশাসক ও আইনপ্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এব্যাপারে কথা বলার জন্য ফয়জুল করিম,নজরুল গং এর সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।