ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহরে অবরোধে মাঠে নেই বিএনপি,জীবনযাত্রা স্বাভাবিক

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৬৯ বার পঠিত

অবরোধ ডেকে চাটমোহরে মাঠে নেই বিএনপি। অবরোধের সমর্থনে বিএনপির কাউকেই রাস্তায় দেখা যায়নি। ফলে চাটমোহরের কোথাও কোনো যানবাহন অবরোধের কবলে পড়েনি। রাজপথ দখলে রেখেছেন আওয়ামী লীগের কর্মীরা। ট্রেন,বাস,সিএনজি,অটোভ্যানসহ সকল যানবাহন চলাচল করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) চাটমোহরের বিভিন্ন সড়ক,রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকে চাটমোহর-ঢাকা ও চাটমোহর-পাবনা সড়কে বাস চলেছে। যাত্রী নিয়ে অটোভ্যান,ইজিবাইক ও সিএনজি চলঅচল করছে। তবে সড়কে বাস নামানো হলেও যাত্রী না থাকায় অধিকাংশ বাস চলেনি।
এদিকে চাটমোহর রেলস্টেশনে সময়মতো ট্রেন এসেছে এবং ছেড়েছে। এ ছাড়া সড়কে পণ্যবাহী ট্রাক চলেছে স্বাভাবিক সময়ের মতো।
অবরোধের বিষয়ে বিএনপির বক্তব্য জানতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এদিকে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ শহরের বাসস্ট্যান্ডে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি পালন ও সমাবেশ করেছে। একই সাথে আওয়ামী লীগ বিক্ষোভ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন,আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের প্রতিটি কর্মী বিএনপির যেকোনো অবরোধ ও সহিংসতা প্রতিরোধে মাঠে সক্রিয় আছে। কঠোর জবাব দেওয়া হবে জনগণের স্বাভাবিক জীবনযাপন ব্যাহতের চেষ্টা করলে। চাটমোহর বিএনপি-জামাতকে রাজপথে নামতে দেওয়া হবেনা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, যান চলাচল এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কাউকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

চাটমোহরে অবরোধে মাঠে নেই বিএনপি,জীবনযাত্রা স্বাভাবিক

আপডেট সময় : ০৩:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

অবরোধ ডেকে চাটমোহরে মাঠে নেই বিএনপি। অবরোধের সমর্থনে বিএনপির কাউকেই রাস্তায় দেখা যায়নি। ফলে চাটমোহরের কোথাও কোনো যানবাহন অবরোধের কবলে পড়েনি। রাজপথ দখলে রেখেছেন আওয়ামী লীগের কর্মীরা। ট্রেন,বাস,সিএনজি,অটোভ্যানসহ সকল যানবাহন চলাচল করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) চাটমোহরের বিভিন্ন সড়ক,রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকে চাটমোহর-ঢাকা ও চাটমোহর-পাবনা সড়কে বাস চলেছে। যাত্রী নিয়ে অটোভ্যান,ইজিবাইক ও সিএনজি চলঅচল করছে। তবে সড়কে বাস নামানো হলেও যাত্রী না থাকায় অধিকাংশ বাস চলেনি।
এদিকে চাটমোহর রেলস্টেশনে সময়মতো ট্রেন এসেছে এবং ছেড়েছে। এ ছাড়া সড়কে পণ্যবাহী ট্রাক চলেছে স্বাভাবিক সময়ের মতো।
অবরোধের বিষয়ে বিএনপির বক্তব্য জানতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এদিকে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ শহরের বাসস্ট্যান্ডে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি পালন ও সমাবেশ করেছে। একই সাথে আওয়ামী লীগ বিক্ষোভ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন,আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের প্রতিটি কর্মী বিএনপির যেকোনো অবরোধ ও সহিংসতা প্রতিরোধে মাঠে সক্রিয় আছে। কঠোর জবাব দেওয়া হবে জনগণের স্বাভাবিক জীবনযাপন ব্যাহতের চেষ্টা করলে। চাটমোহর বিএনপি-জামাতকে রাজপথে নামতে দেওয়া হবেনা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, যান চলাচল এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কাউকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।